Redmi A5 বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় লঞ্চের পর, এবার গ্লোবাল মার্কেটে প্রবেশ করল। নতুন এই লো বাজেট স্মার্টফোন বড় ডিসপ্লে, ভাল ক্যামেরা এবং পাওয়ারফুল ব্যাটারির সমন্বয়ে তৈরি করা হয়েছে। দাম কম হলেও ডিজাইন দেখে কোনওভাবে বোঝার উপায় নেই। এই ক্ষেত্রে দারুণ কাজ করেছে শাওমি। ভার্চুয়াল র্যাম ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বৈশিষ্ট্য অন্যান্য পাঁচটা লো-বাজেট ফোনের থেকে রেডমির নতুন মডেলটিকে আলাদা করেছে।
রেডমি এ৫ লম্বা ৬.৮৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে বাজারে এসেছে, যা এইচডি+ (৭২০ x ১৬৪০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বাধিক ৪৫০ নিট ব্রাইটনেস, ও ২৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি সমর্থন করে। সিকিউরিটির জন্য, ফোনটির পাওয়ার বাটনে ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেট করা হয়েছে। ফোনটিতে ৪ জিবি ভার্চুয়াল র্যামের সুবিধা পাওয়া যাবে।
রেডমি এ৫ ইউনিসক টি৭২৫০ প্রসেসর দ্বারা চালিত। এটি ১২ ন্যানোমিটার প্রসেসিং নোডে নির্মিত একটি অক্টা-কোর প্রসেসর। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের একটাই মেমরি কনফিগারেশন অফার করছে কোম্পানি। ফোনের পিছনে আকর্ষণীয় ফ্রস্টেড গ্লাস প্যানেল ও একটি ডিম্বাকৃতির ক্যামেরা মডিউল আছে, যার মধ্যে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ।
অন্যদিকে, সেলফি ও ভিডিয়ো কলের জন্য একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে এআই ফেস আনলক ফিচার পাওয়া যাবে। ৫,২০০ এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১৫ গো এডিশনে রান করে। এছাড়া, মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাকের মতো বৈশিষ্ট্য রয়েছে।
বিশ্ববাজারে রেডমি এ৫ ফোনের দাম মাত্র ৭৯ ডলার থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৭০০ টাকার সমান। এটি ৪ জিবি র্যাম + ১২৮ জিবি ভার্সনের মূল্য। উল্লেখ্য, ভারতে স্মার্টফোনটির নাম পাল্টে পোকো সি৭১ হিসাবে রিব্র্যান্ড করা হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.