মোবাইল

Redmi আনলো হোলি সেল, ১০ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi 14C এবং Redmi A4 5G

Published on:

Redmi holi sale redmi 14c A4 5G smartphones under 10000 amazon discount offer

হোলি সেলে Redmi স্মার্টফোনে ব্লকবাস্টার ছাড় দেওয়া হচ্ছে। আসলে হোলি উপলক্ষে স্মার্ট সেভিং ডেজ সেল নিয়ে এসেছে অ্যামাজন। এই সেলে রেডমির বাজেট ফোন বিক্রি হচ্ছে বাম্পার ডিসকাউন্টে। যদি আপনার বাজেট ১০,০০০ টাকার কম হয় এবং আপনি নতুন ফোন কিনতে চান, তবে এই সেলের অফার কাজে লাগিয়ে দুটি রেডমি ডিভাইস কম দামে কিনে নিতে পারবেন। এই দুই স্মার্টফোনের নাম Redmi 14C এবং Redmi A4 5G। আসুন সেলে এদের দাম কত রাখা হয়েছে দেখে নেওয়া যাক।

আরও পড়ুন:  শুনলে বিশ্বাস হবে না! 7,320mAh ব্যাটারির অবিশ্বাস্য শক্তিশালী ফোন লঞ্চ করছে Vivo

Redmi হোলি সেলে স্মার্টফোনে অফার

Redmi 14C

৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার এই Redmi ফোনটি অ্যামাজনে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। তবে ৫০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের পর আপনি এটি ৯,৪৯৯ টাকায় কিনতে পারবেন। Redmi 14C ফোনে ৬.৮৮ ইঞ্চি বড় ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

এতে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন:  মোটোরোলার চারটে ফোনের দাম ফাঁস হল, স্টোরেজ থাকবে প্রচুর, মেমরি কার্ডকে বলুন গুড বাই

Redmi A4 5G

১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসা এই Redmi ফোনটি সেলে ৮,২৯৯ টাকায় বিক্রি হচ্ছে। Redmi A4 5G স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। উপরন্তু, এতে সেকেন্ডারি ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ লাইটও উপস্থিত।

এই ফোনে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে।