এবার আসছে ফোল্ডেবল আইফোন, দাম শুনলে আঁতকে উঠবেন, লঞ্চের সময় সহ ডিজাইন ফাঁস

আইফোনের দাম নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বরাবরই আলোচনা ও তরজা চলতে থাকে। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপচে পরে মিম। এবার সেই আলোচনায় ঘি দিতে পারে ফোল্ডেবল আইফোন (Foldable iPhone)। অ্যাপলের অনেকদিনের পরিকল্পনায়, আইফোনের ফোল্ডেবল ভ্যারিয়েন্ট। এদিন তার দাম ফাঁস হল ইন্টারনেটে, যা শুনে অবাক হতে পারেন আপনিও। তবে দামে যাওয়ার আগে কিছু প্রশ্নের উত্তর বিশ্লেষণ করা যাক।

কেন Foldable iPhone আনছে Apple?

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হতে চলেছে। ইতিমধ্যে স্যামসাং, ওয়ানপ্লাস, ওপ্পো এবং ভিভো-সহ বেশ কয়েকটি প্রধান অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড তাদের ফোল্ডেবল ডিভাইস বাজারে এনেছে। হুয়াওয়ের মতো কোম্পানি তো এক ধাপ এগিয়ে, ট্রিপল ফোল্ডেবল ফোন নিয়ে এসেছে। প্রযুক্তির দিক দিয়ে এমন একটি উদ্ভাবনী বাজার হাতছাড়া করতে রাজি নয় অ্যাপল। তবে, অন্যান্য ডিভাইসের মতো এক্ষেত্রে সময় নিতে চাইছে অ্যাপল।

কবে আসবে ফোল্ডেবল আইফোন?

বিশ্লেষক মিং-চি কুও, সম্প্রতি এই ফোনের সম্ভাব্য লঞ্চের সময়রেখা, ফিচার, ডিজাইন এবং প্রত্যাশিত মূল্য সম্পর্কে কিছু বিশদ তথ্য দিয়েছেন। জানা গিয়েছে, অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন (Foldable iPhone) বাজারে আসতে পারে ২০২৬ এর শেষের দিকে অথবা ২০২৭ সালে।

কত দাম হতে পারে ফোল্ডেবল আইফোনের?

মিং-চি কুওর মতে, ফোল্ডেবল আইফোনের দাম অনেক বেশি হতে পারে। এর সম্ভাব্য দাম ২ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১,৭৪,০০০ টাকা) রাখা হতে পারে। ভারতীয় বাজারের ক্ষেত্রে এই দাম যে অনেকটাই বেশি তা বলার অপেক্ষা রাখে না। যদি স্যামসাংয়ের সঙ্গে তুলনা করেন, তাহলে ভারতে Galaxy Z Fold 6 এর দাম শুরু ১,৬৪,৯৯৯ টাকা থেকে। এই দামও অনেকের কাছে সামর্থ্যের বাইরে।