মোবাইল

ফোনে Lamborghini এর ছোঁয়া, লঞ্চ হল Redmi K90 Pro Max Championship স্মার্টফোন

স্পোর্টস কার কোম্পানি Lamborghini এর সাথে হাত মিলিয়ে হাত মিলিয়ে Redmi K90 Pro Max-এর একটি স্পেশাল এডিশন মডেল লঞ্চ করল Xiaomi। এর নাম রাখা হয়েছে Redmi K90 Pro Max Championship। কোম্পানি চীনা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট উইবো-তে ডিভাইসটি সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছে। এই স্মার্টফোনে ব্যবহারকারীরা আল্ট্রা প্রিমিয়াম ডিজাইন এবং হাই-এন্ড পারফরম্যান্স পাবেন। আর এই ডিভাইসটিকে Lamborghini-এর Squadra Corse মোটরস্পোর্ট ডিভিশনের সহযোগিতায় বানানো হয়েছে বলে জানানো হয়েছে।

এই ডিভিশন Lamborghini-এর ওয়ার্ল্ড এন্ড্যুরেন্স চ্যাম্পিয়নশিপের মতো রেসিং বিভাগগুলি দেখভাল করে। তাই Redmi K90 Pro Max Championship মডেলটি ফাস্ট এবং পাওয়ার ফিল দেয় এমন রেস-ইনস্পায়ারড ডিজাইন অফার করবে বলে কোম্পানির দাবি। এতে মেটাল ক্রেটার-স্টাইল ক্যামেরা এনক্লোজার রয়েছে। যদিও এর স্পেসিফিকেশন প্রায় সাধারণ Redmi K90 Pro Max এর মতোই রাখা হয়েছে।

Redmi K90 Pro Max Championship এর স্পেসিফিকেশন ও ফিচার

নতুন রেডমি কে৯০ প্রো ম্যাক্স চ্যাম্পিয়নশিপ ডিভাইসে পারফরম্যান্সের জন্য স্ট্যান্ডার্ড মডেলের মতো স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর দেওয়া হয়েছে। এটি কোয়ালকমের এবছরের ফ্ল্যাগশিপ চিপসেট। এর সাথে ডি২ এআই গ্রাফিক্স চিপ যুক্ত করা হয়েছে, যা গেমিং এবং মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও উন্নত করবে। পাশাপাশি, এতে ইন্টেলিজেন্ট পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমও উপস্থিত।

স্ট্যান্ডার্ড Redmi K90 Pro Max ফোনে ২.১ স্টেরিও সিস্টেম ছিল, যা Bose এর সঙ্গে ডেভেলপ করা হয়েছে। এছাড়া এতে দুটি সুপার লিনিয়ার স্পিকারও দেওয়া হয়েছিল। কিন্তু Champion Edition থেকে Sound by Bose ব্র্যান্ডিং সরানো হয়েছে। তবে এতে কী স্পিকার রয়েছে তা এখনও জানা যায়নি।

এদিকে Redmi K90 Pro Max Championship এডিশনে আইপি৬৮ রেটিং পাওয়া যাবে, যা এটিকে জল এবং ধুলো থেকে নিরাপদ রাখবে। অর্থাৎ এই স্মার্টফোনটি কেবল পারফরম্যান্সে নয়, বিল্ড-কোয়ালিটিতেও প্রিমিয়াম ফিল দেবে। এছাড়া এতে আছে ৬.৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল আরজিবি কালার সিমুলেশন এবং ডিসি ডিমিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য এর ক্যামেরা সেটআপে ৫এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স, ১০এক্স লসলেস জুম এবং ওআইএস সাপোর্ট সহ লাইট হান্টার ৯৫০ সেন্সর, ১/১.৩১ ইঞ্চির বড় প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে।

Redmi K90 Pro Max Championship এর দাম

Redmi K90 Pro Max Champion Edition এর চীনে দাম রাখা হয়েছে ৪,০০০ ইউয়ান (প্রায় ৫০,০০০ টাকা)। এই ফোনটি রেডমির প্রিমিয়াম রেঞ্জে নতুন সংযোজন বলা চলে। বর্তমানে এটি কেবল চীনে পাওয়া যাবে। গ্লোবাল মার্কেটে ডিভাইসটি লঞ্চ হবে কিনা তা এখনও জানা যায়নি।

Tech Gup Desk

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

8 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

8 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

8 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

20 hours ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

20 hours ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.