শীঘ্রই আসছে Samsung Galaxy A07 5G, ফেব্রুয়ারিতে লঞ্চ হবে Galaxy A37 ও Galaxy A57

Samsung আগামী বছরের শুরুতেই বেশ কয়েকটি Galaxy A সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি একজন টিপস্টার বলেছেন যে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি সর্বপ্রথম Galaxy A07 5G মডেলটি বাজারে আনবে। এরপরেই আসবে Galaxy A37 এবং Galaxy A57। আর উভয় মডেলেই স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর থাকবে। টিপস্টার জানিয়েছেন, এই দুটি ডিভাইস নির্ধারিত সময়ের আগে লঞ্চ হবে।
Samsung Galaxy A07 5G, Galaxy A37 এবং Galaxy A57 লঞ্চের সময়
টিপস্টার অভিষেক যাদব একটি এক্স পোস্টে দাবি করেছেন যে, Samsung Galaxy A07 5G ডিসেম্বরের শেষে বা জানুয়ারি ২০২৬ সালে লঞ্চ হবে। এই দাবি সত্যি হলে, আমরা কোম্পানির বার্ষিক গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আগে হ্যান্ডসেটটি বাজারে দেখতে পাব।
উল্লেখ্য, Samsung Galaxy A07 5G এর 4G ভ্যারিয়েন্ট ভারতে ২০২৫ সালের অক্টোবরে Samsung Galaxy F07 4G এবং Galaxy M07 4G মডেলের সাথে লঞ্চ হয়েছিল। এর দাম ৮,৯৯৯ টাকা রাখা হয়েছিল।
ফেব্রুয়ারিতে আসবে Galaxy A37 5G ও Galaxy A57 5G
গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের পরে, আরও দুটি Galaxy A সিরিজের ফোন লঞ্চ হবে। টিপস্টারের মতে, কোম্পানি কিছুটা আগেভাগেই Galaxy A37 5G ও Galaxy A57 5G বাজারে আনার পরিকল্পনা করছে। এগুলি সাধারণত মার্চ বা এপ্রিলে লঞ্চ হয়, তবে এদের লঞ্চের সময় এক মাস এগিয়ে আনা হবে এবং স্মার্টফোন দুটি ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করবে।
লঞ্চের সময় জানানোর পাশাপাশি টিপস্টার এদের চিপসেট সম্পর্কেও কিছু তথ্য দিয়েছেন। Samsung Galaxy A37 মডেলে এক্সিনোস ১৪৮০ প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। আর Samsung Galaxy A57 মডেলটি অঘোষিত এক্সিনোস ১৬৮০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

