Samsung Galaxy S25 সিরিজের জন্য ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক One UI 8 বিটা প্রোগ্রাম চালু করা হয়েছে। এরপর বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল যে, শীঘ্রই অন্যান্য মডেলেও নতুন কাস্টম স্কিনের আপডেট চলে আসবে। আজও স্যামমোবাইল তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, One UI 8 এর বিটা টেস্টিং প্রায় শেষের পথে। এই টেস্টিং শেষ হলে ধীরে ধীরে বিভিন্ন গ্যালাক্সি ফোন ও ট্যাবলেটে নতুন আপডেট পৌঁছে যাবে।
যেসব ডিভাইসে ওয়ান ইউআই ৮ আপডেট আসবে তাদের মধ্যে উল্লেখযোগ্য স্যামসাং গ্যালাক্সি এ৫৫। রিপোর্ট অনুযায়ী, স্যামসাং ইতিমধ্যেই এই ডিভাইসে নতুন কাস্টম স্কিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে অ্যান্ড্রয়েড ১৬ চালিত গ্যালাক্সি এ৫৫ মডেলকে দেখা গেছে।
গিকবেঞ্চে অন্তর্ভুক্ত হওয়া ডিভাইসটির মডেল নম্বর SM-A556E এবং এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলে। ফলে বলাই যায় যে এই ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও এটি স্টেবল ভার্সন কিনা তা স্পষ্ট করে বলা যাবে না।
এদিকে, নয়া অপারেটিং সিস্টেমে সহ Galaxy A55 এর বেঞ্চমার্কি স্কোর নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এর আগে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে গিকবেঞ্চে যেমন পারফর্ম করেছিল, অ্যান্ড্রয়েড ১৬ ওএসের সাথেও প্রায় একইরকম ফলাফল করেছে। এল সিঙ্গেল-কোর টেস্টে স্কোর ১১৫০ এবং মাল্টি-কোর টেস্টে স্কোর ৩৪১৭।
আমাদের অনুমান, ২০২৫ সালের শেষের দিকে Galaxy A55 ফোনের জন্য ওয়ান ইউআই ৮ আপডেট আসতে পারে। এর আগে গ্যালাক্সি এস সিরিজ বা নতুন এ৫৬ মডেলের মতো ফ্ল্যাগশিপ ও আপডেটেড ডিভাইসগুলি আপডেট পাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.