ফ্ল্যাগশিপ S25 সিরিজের রেশ না কাটতেই একাধিক লোয়ার মিড-রেঞ্জ স্মার্টফোন ভারতে আনতে চলেছে Samsung। দক্ষিণ কোরিয়ান সংস্থাটির দুই আসন্ন হ্যান্ডসেট, Galaxy M16 5G এবং Galaxy F16 5G ইতিমধ্যেই ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে , যা এদেশে শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দেয়। আবার স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ফোনগুলির সাপোর্ট পেজ লাইভ হয়েছিল। সেখানে আগে শুধু মডেল নম্বর উল্লেখ ছিল। আর এখন পেজটি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপডেট করা হয়েছে।
Samsung তাদের সাপোর্ট পেজে SM-M166P/DS এবং SM-E166P/DS মডেল নম্বর দুটি যথাক্রমে Galaxy M16 5G ও Galaxy F16 5G-এর বলে নিশ্চিত করেছে। সাপোর্ট পেজটিতে ফোনগুলির নামের পাশে ৪ জিবি মেমরি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বেস মডেলে ৪ জিবি র্যাম থাকবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, গত বছর Galaxy M15 5G উপলব্ধ ছিল ৪ জিবি এবং ৬ জিবি র্যাম অপশনে।
অন্যদিকে, Galaxy F15 5G ভারতে লঞ্চ হয়েছিল ৪ জিবি/ ৬ জিবি/ ৮ জিবি র্যামের বিকল্পে। ফলে এদের উত্তরসূরী মডেলগুলিতে একই মেমরি কনফিগারেশন পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে। বৈশিষ্ট্যের কথা বললে, উভয় ফোনে ডুয়াল সিম, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, Android 15 সফটওয়্যার, MediaTek Dimensity 6300 প্রসেসর, ARM Mali G57 MC2 জিপিইউ থাকবে বলে আশা করা যায়।
যেহেতু পূর্বসূরী মডেলগুলির দাম ১৫,০০০ টাকার নিচে ছিল, তাই ভারতে Galaxy M16 5G ও Galaxy F16 5G এর দাম ১৫,০০০ টাকার নিচে থাকতে পারে। কোম্পানি তাদের F সিরিজ মূলত ফ্লিপকার্টে বিক্রি করে। আর M সিরিজ উপলব্ধ হয় আমাজনে। এই বছরেও স্যামসাং একই ট্রাডিশন বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। মার্চ বা এপ্রিলের মধ্যে অফিসিয়াল লঞ্চের সম্ভাবনা।