লঞ্চের আগে Samsung Galaxy S25 FE এর দাম সহ ফিচার ফাঁস, সামনে এল ক্যামেরা ডিজাইনও

আগামী ৪ সেপ্টেম্বর গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy S25 FE। গত কয়েক সপ্তাহ ধরে ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। আজ আবার এই স্মার্টফোনের ডিজাইন, দাম এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার ফাঁস হয়েছে। জানা গেছে, এতে এক্সিনস ২৪০০ প্রসেসর থাকবে। আর ডিজাইন থাকবে সাধারণ Galaxy S25 এর মতো। আবার Fan Edition এর সাথে কিছু অ্যাক্সেসরিজও কেনার সুযোগ পাওয়া যাবে। আসুন নয়া রিপোর্ট থেকে কি কি তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S25 FE এর অ্যাক্সেসরিজ ও ডিজাইন

টিপস্টার সুধাংশু আম্ভোর (sudhanshu_1414_) আজ থ্রেডস পোস্টে Samsung Galaxy S25 FE এর কেস সহ বিভিন্ন অ্যাক্সেসরিজের ছবি এবং দাম শেয়ার করেছেন। ছবিগুলি থেকে জানা গেছে যে, এই স্মার্টফোনে পিল-আকৃতির রিয়ার ক্যামেরা মডিউল থাকবে।

দাম

টিপস্টার বলেছেন, Samsung Galaxy S25 FE-এর অফিসিয়াল ক্লিয়ার কেসের দাম রাখা হবে ৩০ ইউরো (প্রায় ৩,১০০ টাকা)। আর সিলিকন কেসের দাম পড়বে ৪০ ইউরো (প্রায় ৪,১০০ টাকা)। টিপস্টার আরও জানিয়েছেন যে, এর জন্য রাগড কেস কিনতে খরচ হবে ৪৯ ইউরো (প্রায় ৫,০০০ টাকা)।

এদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই এর স্ট্যান্ডিং গ্রিপ কেস এবং কাইন্ডস্যুট কেস যথাক্রমে ৫৫ ইউরো (প্রায় ৫,৬০০ টাকা) এবং ৬০ ইউরো (প্রায় ৬,১০০ টাকা) মূল্যে বিক্রি হবে। এছাড়া হ্যান্ডসেটের অফিসিয়াল অ্যান্টি-রিফ্লেক্টিং ফিল্মের দাম রাখা হবে ৩০ ইউরো (প্রায় ৩,১০০ টাকা) বলে জানা গেছে।

Samsung Galaxy S25 FE এর দাম ও ফিচার (সম্ভাব্য)

মার্কিন যুক্তরাষ্ট্রে Samsung Galaxy S25 FE এর ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে যথাক্রমে ৬৪৯.৯৯ ডলার (প্রায় ৫৭,০০০ টাকা) এবং ৭০৯.৯৯ ডলার (প্রায় ৬২,৩০০ টাকা)। যদিও ইউরোপের কয়েকটি অঞ্চলে মডেলটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য থাকবে ৭৮৯.৯৯ ইউরো (প্রায় ৮১,০০০ টাকা)। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় দাম থাকবে প্রায় ৬৩,২০০ টাকা।

ফিচারের কথা বললে, Samsung Galaxy S25 FE স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন সহ ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে থাকবে। এটি ৮ জিবি র‍্যাম ও এক্সিনস ২৪০০ প্রসেসর সহ আসবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S25 FE ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেল ৩x টেলিফটো লেন্স। মডেলটি ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসবে।