Samsung তাদের পরবর্তী ‘FE’ সিরিজের ফোন নিয়ে কাজ শুরু করেছে। যদিও এটি কবে লঞ্চ হবে তা অফিসিয়ালি এখনও জানানো হয়নি। তবে সম্প্রতি SammyGurus এর সাথে হাত মিলিয়ে টিপস্টার অনলিকস, Samsung Galaxy S25 FE-এর রেন্ডার প্রকাশ করেছে। যেখান থেকে ফোনটির ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। দেখা গেছে, আসন্ন মডেলটি Galaxy S25 সিরিজের অন্যান্য স্মার্টফোনের মতো ডিজাইন সহ আসবে না।
রেন্ডার অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই দেখতে অনেকটাই গ্যালাক্সি এ৫৫-এর মতো। এর পিছনের দিকটা একেবারে ফ্ল্যাট, ক্যামেরাগুলো সাজানো আছে এক লাইনে, ঠিক যেমনটা A-সিরিজে দেখা যায়। ডিভাইসটির ফ্রেম কিছুটা বাক্সের মতো, তবে কোণাগুলো মোলায়েমভাবে কাটা।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ এবং ব্রাইটনেস হবে ২৬০০ নিট পর্যন্ত। এটি এস২৫-এর তুলনায় কিছুটা মোটা হবে, যদিও এস২৪ এফই এর তুলনায় পাতলা। বেজেল আগের তুলনায় বেশ সরু থাকবে। পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই মডেলে এক্সিনস ২৪০০ প্রসেসর ব্যবহার করা হবে। যদিও কিছু রিপোর্টে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর থাকার কথা বলা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই এর সেলফি ক্যামেরায় আপগ্রেড দেখা যাবে, যেটা এস২৫-এর মত হবে। এটি ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিন সহ আসবে। আমাদের অনুমান এই স্মার্টফোনে ৭ বছর ধরে সফটওয়্যার আপডেট আসবে।
স্যামসাং ইতিমধ্যেই নিশ্চিত করেছে, ৯ জুলাই তাদের পরবর্তী ‘Galaxy Unpacked’ ইভেন্ট আয়োজন করতে চলেছে। এই ইভেন্টে Galaxy Z Flip 7, Fold 7 এবং Watch 8 সিরিজ লঞ্চ হবে। যদিও এই ইভেন্টে S25 FE লঞ্চের সম্ভাবনা কম। সব ঠিক থাকলে, ফোনটি সেপ্টেম্বরে কিংবা অক্টোবরে বাজারে আসতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.