Samsung Galaxy S25 সিরিজের ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। ভারত সহ বিভিন্ন দেশের ভ্যারিয়েন্টের জন্য রোল আউট করা হল One UI 8-এর দ্বিতীয় বিটা আপডেট। সম্প্রতি স্যামসাং কমিউনিটি ফোরাম এবং এক্স (আগে টুইটার) প্ল্যাটফর্মে একাধিক ব্যবহারকারী এই খবর নিশ্চিত করেছে। জানা গেছে Samsung Galaxy S25, S25+ এবং S25 Ultra ডিভাইসের জন্য এই আপডেট আনা হয়েছে।
নতুন ওয়ান ইউআই ৮ আপডেটটি অ্যান্ড্রয়েড ১৬ নির্ভর এবং এর মাধ্যমে কিছু বাগ ফিক্স করা হয়েছে। এর পাশাপাশি নতুন ফিচার যোগ করা হয়েছে। যদিও মনে রাখবেন এটি বিটা আপডেট। তাই এখন যে যে ফিচার পাওয়া যাবে, হয়তো স্টেবল ভার্সনে সেগুলি নাও থাকতে পারে।
জানা গেছে, ভারত ছাড়াও দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি ও পোল্যান্ডের জন্য এই আপডেট রোল আউট করা রয়েছে। বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা ফার্মওয়্যার ভার্সনও এসেছে, যেমন জার্মানিতে S938NKSU4ZYF3, কোরিয়ায় S938NOKR4ZYF3 এবং যুক্তরাজ্যে S938NKSU4BYF3।
ওয়ান ইউআই ৮ আপডেটের সাইজ প্রায় ১.২ জিবি এবং এতে যুক্ত হয়েছে ইউজার ফিডব্যাক অপশন, যা মূলত ইন্টারপ্রেটার ব্যবহারে সহায়ক হবে। এই আপডেটের মাধ্যমে লক স্ক্রিনে উইজেট সাইজের সমস্যা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিনে ফেইলিওর এবং S Pen খুলে নিলে Air Command আইকন গায়েব হয়ে যাওয়ার মতো কিছু সমস্যার সমাধানও করা হয়েছে। এছাড়া নতুন এই বিটা আপডেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ব্লুটুথ কলের সময় গাড়িতে ভলিউম কমে যাওয়ার সমস্যার সমাধান করা হয়েছে এতে।
যারা Samsung Galaxy S25 সিরিজের স্মার্টফোন ব্যবহার করছেন এবং উপরে উল্লিখিত দেশগুলির মধ্যে রয়েছেন, তারা চাইলে Samsung Members অ্যাপে লগ ইন করে বিটা প্রোগ্রামে অংশ নিতে পারেন। রেজিস্ট্রেশনের পর সেটিংসে গিয়ে Software Update > Download and Install-এ ক্লিক করলেই আপডেট ডাউনলোড করা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.