Samsung এখনও তাদের সপ্তম প্রজন্মের ফোল্ডেবল ফোন লঞ্চ করেনি, কিন্তু এরই মধ্যে Galaxy S26 সিরিজ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এই সিরিজটি আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারিতে বাজারে আসবে। জানা গেছে, এই সিরিজের স্মার্টফোনগুলিতে যেমন অত্যাধুনিক হার্ডওয়্যার থাকবে, তেমনি চমক থাকবে সফটওয়্যারে।
আসলে স্যামসাং, One UI 7 সফটওয়্যার ভার্সন আনার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়ার কারণে One UI 7.1 ভার্সন রিলিজ না করেই সরাসরি One UI 8 সফটওয়্যার ভার্সনের বিটা আপডেট রোলআউট করতে শুরু করেছে। অথচ এই ভার্সনটি মূলত জানুয়ারির আনপ্যাকড ইভেন্টের বড় আকর্ষণ হওয়ার কথা ছিল। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজে পুরানো সফটওয়্যার ভার্সন থাকবে কিনা।
তবে এক্ষেত্রে ফ্যানদের আশ্বস্ত করে নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ আগামী বছরে One UI 8 এর পরিবর্তে উন্নত One UI 8.5 ভার্সন সহ বাজারে আসতে চলেছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, এই ভার্সনটি একটি মেজর সফটওয়্যার আপডেট হবে।
দুজন পরিচিত লিকার জানিয়েছেন, স্যামসাং ইতিমধ্যেই Android 16 ভিত্তিক One UI 8.5-এর ফার্মওয়্যার তৈরির কাজ শুরু করেছে। অতীতে যেমন One UI 1.5 বা 2.5 এর মাধ্যমে মাঝপথে বড় আপডেট আনা হতো, One UI 8.5 সেই ধারাকেই ফিরিয়ে আনতে পারে।
এদিকে রিপোর্টে জানানো হয়েছে যে, শুধু Galaxy S26 সিরিজই নয়, One UI 8.5 পরবর্তীতে রোলআউট হতে পারে S25, এমনকি S24, S23 এবং S22 সিরিজের ফোনেও।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.