অবশেষে আজ সেই বহু প্রতীক্ষিত দিন। আজ, ৯ জুলাই অনুষ্ঠিত হবে Samsung Galaxy Unpacked 2025 ইভেন্ট। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি প্রতিবছর দু’বার এই ইভেন্টের ঘোষণা করে, আর এটাই এবছরের শেষ ইভেন্ট। আজকের গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫ ইভেন্টে ব্র্যান্ডটি তাদের পরবর্তী ফোল্ডেবল সিরিজ, Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip 7 এর উপর থেকে পর্দা সরাবে বলে জানা গেছে। আবার কিছু রিপোর্টে বলা হয়েছে, আজকের ইভেন্টে ‘Fan Edition’ বা FE ট্যাগ সহ নতুন একটি ফোল্ডেবল ফোন আসতে পারে।
আগেই বলেছি, গ্যালাক্সি আনপ্যাকড ২০২৫ ইভেন্টটি আজ, অর্থাৎ ৯ জুলাই, অনুষ্ঠিত হবে ব্রুকলিন, নিউ ইয়র্কে। এই ইভেন্ট সকাল ১০টা ইস্টার্ন টাইম / বিকেল ৪টে সেন্ট্রাল টাইম / সন্ধ্যা ৭:৩০ টায় ভারতে শুরু হবে। যদিও এটি মূলত অফলাইন ইভেন্ট, তবে যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য থাকবে লাইভস্ট্রিমের ব্যবস্থা। স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ইভেন্ট সরাসরি দেখা যাবে।
স্যামসাং যদিও গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে কোন কোন ডিভাইস লঞ্চ করা হবে সে সম্পর্কে জানায়নি। তবে তারা নিশ্চিত করেছে যে এবারের ইভেন্ট হতে চলেছে “Galaxy-এর নতুন অধ্যায়”। সেখানে এমন এক ডিভাইসও লঞ্চ করা হতে পারে, যা ইউজারকে দেবে একেবারে “আল্ট্রা এক্সপেরিয়েন্স”। শুরুর দিকে অনেকে ভেবেছিলেন Galaxy Z Fold 7-এর সঙ্গে কোনও Ultra মডেলও আসবে। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে, Fold 7 মডেলের কিছু বড়সড় আপগ্রেডকে ইঙ্গিত করেই এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে।
Samsung-এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা এবার “নতুন প্রজন্মের Galaxy ডিভাইস” আনছে, যেগুলিতে পাওয়া যাবে AI-পাওয়ারড ইন্টারফেস। অর্থাৎ আসন্ন Galaxy Z Fold 7 এবং Flip 7 ফোল্ডেবল স্মার্টফোনে থাকবে উন্নত হার্ডওয়্যার আর Galaxy AI-এর ইন্টিগ্রেশন।
এদিকে, আজ Samsung Galaxy Z Flip 7 FE নামে একটি সস্তা ফোল্ডেবল মডেলের উপর থেকেও আজ পর্দা সরানো হতে পারে। ফ্ল্যাগশিপ ফোনগুলির তুলনায় এফই মডেলগুলি সাধারণত কিছুটা কম দামি হয়। জেড সিরিজের এফই মডেলটি সেই ধারা বজায় রাখবে।
ফোন ছাড়া স্যামসাং এই ইভেন্টে স্মার্টওয়াচও লঞ্চ করতে পারে। আজ Galaxy Watch 8 সিরিজ লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে থাকতে পারে Galaxy Watch 8 এবং Watch 8 Classic।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.