আপনি যদি সেরা সেলফি ক্যামেরা সহ নতুন ফোন কিনতে চান তাহলে Vivo T3 Ultra বেছে নিতে পারেন। কারণ এই মুহূর্তে ফ্লিপকার্ট এই ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার স্মার্টফোনটি লোভনীয় অফারে বিক্রি করছে। এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৫ শতাংশ ডিসকাউন্ট সহ ৩৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার যেকোনো ব্যাঙ্কের কার্ডে ১,০০০ টাকা এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ১৩৩০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে।
শুধু তাই নয়, Vivo T3 Ultra কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ৫ শতাংশ ক্যাশব্যাকও পাওয়া যাবে। এর উপর এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। পুরানো স্মার্টফোন বদল করে ৩০,৯৯৯ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে।
ফিচার ও স্পেসিফিকেশন
ভিভো টি৩ আল্ট্রা ডিভাইসের সামনে ২৮০০x১২৬০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৮-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে আছে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ৪৫০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য ভিভো টি৩ আল্ট্রা স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরা OIS সাপোর্ট করে, যার অর্থ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। উপরন্তু, এতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।