সাশ্রয়ী মূল্যে ব্র্যান্ডগুলি নিয়মিত নতুন নতুন ফোন আনে। আপনি যদি এই মুহূর্তে ১৫ হাজার টাকারও কম দামে নতুন স্মার্টফোন কিনতে চান তাহলে একাধিক বিকল্প পেয়ে যাবেন। এদের মধ্যে থেকে বাছাই করে সেরা দশটি ডিভাইসের নাম এই প্রতিবেদনে আমরা শেয়ার করবো। এখান থেকে আপনি আপনার জন্য উপযুক্ত ফোনটি বেছে নিতে পারেন।
১৫০০০ টাকা দামের মধ্যে ১০ স্মার্টফোন
CMF Phone 1
এই ফোনে দেখা যাবে বিশেষ ডিজাইন। ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং নার্থিং ওএস কাস্টম স্কিন সহ এসেছে। এই ফোনের দাম ফ্লিপকার্টে ১৪,৪৯৯ টাকা।
Poco M7 Pro 5G
Poco ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত এবং এতে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটি ১৩,৯৯৯ টাকায় অফারে কেনা যাবে।
Realme P1 5G
স্টাইলিশ ডিজাইনের রিয়েলমি ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ ৫জি প্রসেসর। এই ফোনটি ১৩,৪০০ টাকায় পাওয়া যাচ্ছে।
Realme 14x 5G
এই রিয়েলমি স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি আছে এবং এতে একটি হাই-রিফ্রেশ-রেটের ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। অফারের কারণে এটি এখন ১৩,০২৩ টাকায় কিনতে পারবেন।
iQOO Z9x 5G
ভিভোর সাব ব্র্যান্ডের এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসরের সাথে এসেছে। এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। অ্যামাজনে অফারে এটি ১১,৬২৯ টাকায় কেনা যাবে।
Poco X6 Neo
পোকো স্মার্টফোনের ব্যাক প্যানেলে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৫০০০ এমএএইচ ব্যাটারির ফোনটির দাম ১১,৯৯৯ টাকা।
Moto G64 5G
এই মোটোরোলা ফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর দ্বারা চালিত। স্মার্টফোনটি ১৪,৯৫০ টাকায় কেনা যাবে।
Tecno Pova 6 Neo
আপনি ১১,৯৬৯ টাকায় অনন্য ডিজাইনের টেকনো ফোনটি কিনতে পারবেন। এতে দুর্দান্ত ব্যাকআপের জন্য ৭০০০ এমএএইচ ব্যাটারি আছে।
Redmi Note 13
রেডমি নোট সিরিজের ডিভাইসে আছে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটি ১৪,৫৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ।
Vivo T3x 5G
এই ভিভো ফোনটি ৬০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে এবং ১১,৬৯৯ টাকায় কেনা যাবে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।