১৫ মিনিটের চার্জে দীর্ঘক্ষণ চলবে, ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Realme, Vivo, Motorola ও iQOO ফোনগুলি দেখে নিন

স্মার্টফোন ক্রেতাদের মধ্যে এখন ফাস্ট চার্জিং প্রযুক্তির ক্রেজ বাড়ছে। এই কারণে ব্র্যান্ডগুলি দ্রুত চার্জিংয়ের বিভিন্ন ফোন বাজারে আনছে। ভারতীয় বাজারে এখন ৪০ হাজার টাকার কমে বেশ কয়েকটি ডিভাইস উপলব্ধ যেগুলি মুহূর্তে চার্জ হয়ে যায়। এই স্মার্টফোনগুলির মধ্যে আছে iQOO Neo 10, Vivo T4 Ultra, Motorola Edge 60 Pro, Realme GT 7। আসুন এদের দাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক।

iQOO Neo 10 : দাম ৩১,৯৯৯ টাকা

আইকো নিও ১০ ফোনে আছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি এটি মাত্র ৩৫ মিনিটেই ফুল চার্জ হয়। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর ও বড় ভ্যাপার কুলিং সিস্টেম। ১৫ মিনিট চার্জ দিলে ফোনটির ব্যাটারি প্রায় ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে।

Vivo T4 Ultra : দাম ৩৭,৯৯৯ টাকা

ভিভো টি৪ আল্ট্রা ডিভাইসে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে, এই স্মার্টফোনটি ফুল চার্জ হতে সময় লাগে প্রায় ৪২ মিনিট। এর সাথে আছে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা।

Motorola Edge 60 Pro : দাম ২৯,৯৯৯ টাকা

মোটোরোলা এজ ৬০ প্রো মডেলে পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি ৪৯ মিনিটে ফুল চার্জ হবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। এতে PD চার্জিং সাপোর্ট করবে।

Realme GT 7 : দাম ৩৯,৯৯৯ টাকা

রিয়েলমি জিটি ৭ স্মার্টফোনে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফুল চার্জ হতে সময় লাগবে ৪৭ মিনিট। পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই প্রসেসর ব্যবহার করা হয়েছে।