মোবাইল

Vivo T4x নাকি Realme P3: ১৫ হাজারের মধ্যে সেরা ৫জি ফোন কোনটা, দাম ও ফিচারের পার্থক্য দেখুন

সুমন পাত্র, কলকাতা: দেশের বাজারে কম দামি স্মার্টফোনের ক্ষেত্রে রিয়েলমি এবং ভিভোর একাধিক ডিভাইস রয়েছে। তার মধ্যে সর্বশেষ দুটি স্মার্টফোন ... Read more

Published on:

Vivo T4x vs Realme P3 price in india specs features comparisons

সুমন পাত্র, কলকাতা: দেশের বাজারে কম দামি স্মার্টফোনের ক্ষেত্রে রিয়েলমি এবং ভিভোর একাধিক ডিভাইস রয়েছে। তার মধ্যে সর্বশেষ দুটি স্মার্টফোন হল – Realme P3 এবং Vivo T4x। দুটোরই দাম ১৫ হাজার টাকার মধ্যে। সম্প্রতি এয়ারটেল, জিও’র পর ভোডাফোন আইডিয়াও ৫জি চালু করে দিয়েছে। ফলে এখন ৪জি ব্যবহারের প্রবণতা ক্রমশ কমতে পারে। দুই ফোনের মধ্যে সেরা কোনটা চলুন দেখে নেওয়া যাক।

Vivo T4x এর স্পেসিফিকেশন

Vivo T4x ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মিলবে ১০৫০ নিটস ব্রাইটনেস। চোখের সুরক্ষার জন্য রয়েছে TÜV রাইনল্যান্ড নিরাপত্তা। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম স্কিন দেওয়া হয়েছে।

এতে লাইভ টেক্সট, সার্কেল টু সার্চ এবং এআই স্ক্রিন ট্রান্সলেশনের মতো এআই-চালিত বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে। ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনের দিকে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Realme P3 স্পেসিফিকেশন

এই ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ব্রাইটনেস ২০০০ নিট এবং ProXDR সাপোর্ট। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪, যা ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে।

ক্যামেরার কথা বললে স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর উপস্থিত। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য মজুত ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৬০০০ এমএএইচ, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Vivo T4x বনাম Realme P3 : দাম

Vivo T4x এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা এবং টপ এন্ড ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। অপরদিকে, Realme P3 এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা।