Vivo-র পরবর্তী স্মার্টফোন X200 FE নিয়ে গুঞ্জন অব্যাহত। এর আগে জানা গিয়েছিল, ফোনটি জুলাই মাসে বাজারে আসতে পারে। তবে সম্প্রতি টিপস্টার পারাস গুগলানি দাবি করেছেন যে, জুনের ৩০ তারিখে ডিভাইসটি বিশ্বব্যাপী লঞ্চ হতে পারে। গুগলানি কিছু ছবিও শেয়ার করেছেন যেখানে ফোনটির রিটেইল বক্স এবং লাইভ ইমেজ দেখা গেছে। জানা গেছে, Vivo X200 FE চারটি রঙে পাওয়া যাবে – কালো, নীল, হলুদ এবং গোলাপি। এটি Vivo S30 Pro Mini এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।
ভিভো এক্স২০০ এফই ডিভাইসে থাকতে পারে ১০-বিট কালার সাপোর্ট সহ ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস হতে পারে ৫০০০ নিট পর্যন্ত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ভিভো এক্স২০০ এফই এর পিছনের ক্যামেরা সেটআপে দেখা যেতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। প্রাইমারি এবং টেলিফটো, উভয় লেন্সেই থাকতে পারে OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) সাপোর্ট।
উল্লেখ্য, S30 Pro Mini মডেলে ছিল ৬৫০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং USB PD সাপোর্ট করে। Vivo X200 FE মডেলেও একই ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনে স্টেরিও স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68/IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্স রেটিং থাকার সম্ভাবনাও রয়েছে।
ভারতে X200 FE-এর দাম রাখা হতে পারে ৫৪,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে এটি ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যেতে পারে। যদিও ভিভোর তরফে এখনও এর লঞ্চের তারিখ জানানো হয়নি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.