বড়সড় আপগ্রেড সহ আসছে Vivo X300 Ultra, চার্জিং স্পিড প্রকাশ করল 3C সার্টিফিকেশন

গত কয়েক সপ্তাহ ধরে Vivo X300 Ultra সম্পর্কে বিভিন্ন তথ্য ক্রমাগত সামনে আসছে। আর এই রিপোর্টগুলি থেকে ফোনটির প্রধান প্রধান স্পেসিফিকেশন এবং ফিচার আমরা জানতে পেরেছি। আজ আবার এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি চীনের কম্পালসারি সার্টিফিকেশন (3C) ওয়েবসাইটে উপস্থিত হয়েছে বলে জানা গেছে। এখান থেকে Vivo X300 Ultra এর চার্জিং স্পেসিফিকেশন সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে। ডিভাইসটি হবে Vivo X300 সিরিজের তৃতীয় মডেল। এর আগে এই সিরিজের অধীনে Vivo X300 এবং Vivo X300 Pro মডেল দুটি এসেছে।

Vivo X300 Ultra আসছে ১০০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ

আসন্ন Vivo X300 Ultra হ্যান্ডসেটটি V2536A মডেল নম্বর এবং 2025011606831122 সার্টিফিকেট নম্বর সহ 3C ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। 3C সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি V10091L0E1-CN এবং V10091L0A1-CN মডেল নম্বরের চার্জারের সাথে বাজারে পাওয়া যাবে। আর এই চার্জার ১০০ ওয়াট চার্জিং স্পিড অফার করে। যদিও এখান থেকে ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছুই জানা যায়নি।

যদি সত্যি সত্যি ভিভো এক্স৩০০ আল্ট্রা ১০০ ওয়াট চার্জিং স্পিড সহ আসে, তাহলে এটি ভিভো এক্স২০০ আল্ট্রার তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড হবে। কারণ পূর্বসূরি মডেলে ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪০ ওয়াট ওয়্যারলেস ও ৯০ ওয়াট চার্জিংয়ের সুবিধা ছিল।

Vivo X300 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এর আগে শোনা গিয়েছিল, Vivo X300 Ultra ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং ২কে রেজোলিউশনের ৬.৮-ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই স্ক্রিন ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং উচ্চ-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে, যেখানে দুটি ২০০-মেগাপিক্সেল সেন্সরের পাশাপাশি একটি ৫০-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হবে। প্রাইমারি ক্যামেরায় (৩৫ মিমি) একটি ১/১.১২-ইঞ্চি সেন্সর ব্যবহার করা হবে বলে জানা গেছে।

এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 Ultra ফোনে ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এতে থ্রিডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকার কথাও বলা হয়েছে। হ্যান্ডসেটটি ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে বাজারে আসতে পারে।