কম দামে AI ক্যামেরা সহ বড় ব্যাটারি, Vivo Y19 5G ভারতে লঞ্চ হল

ভিভো ভারতে তাদের নতুন বাজেট-ফ্রেন্ডলি 5G স্মার্টফোন Vivo Y19 5G লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে ১০,৪৯৯ টাকা থেকে। ভিভোর Y-সিরিজের এই হ্যান্ডসেটটি মূলত সেইসব ক্রেতাদের জন্য আনা হয়েছে যারা কম খরচে আকর্ষণীয় ডিজাইন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত ফিচারের অভিজ্ঞতা চান। এতে আছে বড় এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo Y19 5G এর ভারতে দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
ভিভো ওয়াই১৯ ৫জি এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা। আর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১১,৪৯৯ টাকা। আবার ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১২,৯৯৯ টাকা।
ভিভো ওয়াই১৯ ৫জি ফোনটি Flipkart, Vivo ই-স্টোর এবং বিভিন্ন অফলাইন রিটেইল স্টোর থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে, ৬ জিবি ভ্যারিয়েন্ট ০ ডাউন পেমেন্টে তিন মাসের নো-কস্ট EMI সহ কেনা যাবে।
Vivo Y19 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো ওয়াই১৯ ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি HD+ LCD ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে রয়েছে ১৩ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা। এই ক্যামেরার সাথে পাওয়া যাবে নাইট মোড, পোট্রেট মোড, ও প্রো মোড-এর মতো ফিচার। আছে এআই ইরেজার, এআই ফটো এনহ্যান্স ও এআই ডকুমেন্ট সাপোর্ট।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Vivo Y19 5G স্মার্টফোনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ শক্তিশালী BlueVolt ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চোখের সুরক্ষার জন্য এর ডিসপ্লে TÜV Rheinland সার্টিফিকেশন প্রাপ্ত।