Vivo Y500 5G: মাইনাস ২০ ডিগ্রি ঠান্ডাতেও চলবে, ভিভো ফোনে এবার আধা-সলিড-স্টেট টেকনোলজি

আগামী সপ্তাহে চীনে লঞ্চ হতে চলেছে ভিভোর ওয়াই-সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y500 5G। লঞ্চের আগে কোম্পানির তরফে একের পর এক এই ফোনের টিজার প্রকাশ করা হচ্ছে। এইসব টিজার থেকে ডিভাইসটির গুরুত্বপূর্ণ ফিচার সামনে আসছে। জানা গেছে, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর থাকবে। আজ আবার Vivo Y500 5G এর নতুন টিজার রিলিজ করা হয়েছে। এই টিজারে মডেলটির বিল্ড কোয়ালিটি, ব্যাটারি সহ বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে।

Vivo Y500 5G বড় ব্যাটারি ও টেকসই বিল্ড কোয়ালিটি সহ আসছে

ব্র্যান্ডের তরফে নিশ্চিত করা হয়েছে যে, Vivo Y500 5G স্মার্টফোনে ৮২০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্লু ওশান ব্যাটারি দেওয়া হবে। টিজারে বলা হয়েছে, এই ব্যাটারি শুধু বড় নয়, দীর্ঘক্ষণ ব্যাকআপও দেবে। এতে আধা-সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করার ফলে ফোনটি -২০ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডাতেও সহজে কাজ করবে এবং ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায়ও ব্যাটারি স্থিতিশীল থাকবে।

এছাড়া জানা গেছে, ভিভো ওয়াই৫০০ ৫জি মডেলে আইপি৬৯ প্লাস জলরোধী রেটিং থাকবে। এই রেটিং ব্যবস্থা বৃষ্টিতে ভিজে যাওয়া, জলে পড়ে যাওয়ার মতো ঘটনা থেকে নিরাপত্তা দেবে। এর আগে কোনো ভিভো ফোনে এত ভালো ওয়াটারপ্রুফ রেটিং ছিল না।

Vivo Y500 5G এর লঞ্চের তারিখ ও অন্য ফিচার

ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে, আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে Vivo Y500 5G চীনে লঞ্চ হবে। এতে থাকবে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৩ডি প্যানোরামিক অডিও ব্যবস্থা।

পারফরম্যান্স ও ক্যামেরা

গিকবেঞ্চ এবং চায়না টেলিকমের লিস্টিং অনুযায়ী, এই মডেলে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে আর্ম মালি-জি৬১৫ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ সহ আসবে। এতে ৬.৭৭ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে, যার রেজোলিউশন হবে ২৩৯২x১০৮০ পিক্সেল।

ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এদিকে সেলফির জন্য দেওয়া হবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি গ্লেসিয়ার ব্লু, ব্যাসাল্ট ব্ল্যাক এবং ড্রাগন ক্রিস্টাল পার্পল কালার অপশনে আসবে।

Vivo Y500 5G এর সেলের তারিখ

ব্র্যান্ডের তরফে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর Vivo Y500 5G লঞ্চ হলেও এর সেল শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে।