Xiaomi-এর নতুন ফোন সিরিজ 15T ও 15T Pro নিয়ে বাজারে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বছর শেষে এই দুই ডিভাইস ‘সাব-প্রিমিয়াম’ ক্যাটাগরির অধীনে আসবে বলে জানা গেছে। অর্থাৎ এদের লঞ্চের সময় এখনও কিছুটা দূরে। যদিও তা সত্ত্বেও Xiaomi 15T ও Xiaomi 15T Pro সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে শুরু করেছে। আজ এক টিপস্টারের দৌলতে এদের ক্যামেরা ফিচার ও ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা গেছে।
বিশ্বস্ত টিপস্টার @PaperKing13 সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, শাওমি ১৫টি প্রো ফোনে অনেকটাই শাওমি ১৫-এর মতো ক্যামেরা সেটআপ থাকবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল OVX9100 সেন্সর। এর সাথে থাকবে টেলিফটো ক্যামেরা, যা ৫০ মেগাপিক্সেল JN5 সেন্সর হবে। আবার আল্ট্রা-ওয়াইড শটের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল OV13B সেন্সর। আর শাওমি ১৫টি প্রো এর সামনে থাকবে S5KKDS নামের একটি সেলফি ক্যামেরা। যদিও এর রেজোলিউশন জানা যায়নি।
এদিকে শাওমি ১৫টি মডেলেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। যদিও এদের রেজোলিউশন বা সেন্সর সম্পর্কে টিপস্টার কিছু বলেননি। তবে আমাদের অনুমান এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, একটি আল্ট্রা ওয়াইড লেন্স ও ম্যাক্রো সেন্সর পাওয়া যেতে পারে।
শাওমি ১৫টি ও শাওমি ১৫টি প্রো মডেল দুটি ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। যেখানে আগের শাওমি ১৪টি সিরিজে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ছিল। অর্থাৎ ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা বাড়ানো হবে।
এর আগে শোনা গিয়েছিল Redmi K80 Extreme Edition-এর ওপর ভিত্তি করে Xiaomi 15T Pro তৈরি হচ্ছে। ফলে আশা করা হচ্ছিল এতে ৭,৪১০ এমএএইচ ব্যাটারি থাকবে। যদিও নয়া রিপোর্ট ফ্যানদের হতাশ করবে।
চার্জিং স্পিডের কথা বললে, Xiaomi 15T ফোনে থাকবে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, আর Xiaomi 15T Pro মডেলে পাওয়া যাবে ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.