Xiaomi 17 এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে, NBTC থেকে পেল ছাড়পত্র, দেখা গেল Geekbench-এ

এই সেপ্টেম্বরে চীনে লঞ্চের পর, Xiaomi 17 এবার গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে চলেছে। সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে, প্রত্যাশিত সময়ের আগে গ্লোবাল মার্কেটে ডিভাইসটি আসতে চলেছে। সম্প্রতি Xiaomi 17 মডেলকে নতুন সার্টিফিকেশন সাইট এবং বেঞ্চমার্ক সাইটে দেখা গেছে। এখান থেকে গ্লোবাল ভার্সনটির প্রসেসর, র্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে।
Xiaomi 17 পেল থাইল্যান্ড সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র
Xiaomi 17 ডিভাইসের গ্লোবাল ভার্সনকে সম্প্রতি NBTC (ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশনস কমিশন) ডেটাবেসে দেখা গেছে, যার মডেল নম্বর 25113PN0EG। এই লিস্টিং থেকে হ্যান্ডসেটটির কোনো ফিচার সামনে আসেনি, তবে এটি নিশ্চিত যে ফোনটি শীঘ্রই থাইল্যান্ডে লঞ্চ হবে।
অন্যদিকে, GeekBench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের মডেলটিকে খুঁজে পাওয়া গেছে। জানা গেছে, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর ও ১২ জিবি র্যাম থাকবে। আবার ফ্ল্যাগশিপ মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে। এই স্মার্টফোন AI ফিচার থাকবে।
Xiaomi 17 Ultra এর প্রি অর্ডার শুরু হচ্ছে
সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, Xiaomi 17 Pro সিরিজের জন্য কোম্পানি এই মুহূর্তে HyperOS 3.0.34.0 বিল্ড টেস্ট করছে। এদিকে Xiaomi 17 Ultra মডেলটি শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে এর প্রি-অর্ডার শুরু হবে বলে জানা গেছে। এছাড়া Xiaomi 17 Leica Lietzphone Edition শীঘ্রই ইউরোপে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

