Xiaomi আজ তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন Mix Flip 2 লঞ্চ করল। এটি ক্ল্যামশেল ডিজাইনের সাথে এসেছে। এর দাম শুরু হয়েছে প্রায় ৭০ হাজার টাকা থেকে। Xiaomi Mix Flip 2 ফোনে আছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ডুয়েল ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, Leica-র ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫১৬৫ এমএএইচ ব্যাটারি। এই ডিভাইসে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
চীনে শাওমি মিক্স ফ্লিপ ২ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,৫০০ টাকা)। আবার এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যাম +১ টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে প্রায় ৭৭,০০০ টাকা ও ৮১,০০০ টাকা। ফোনটি চারটি কালার অপশনে পাওয়া যাবে – নেবুলা পার্পেল, ল্যাটিকা গোল্ড, প্লাম গ্রীন ও শেল হোয়াইট। চীনের বাইরে ডিভাইসটি কবে আসবে তা এখনও জানা যায়নি।
শাওমি মিক্স ফ্লিপ ২ ফোনে ৪.০১ ইঞ্চি AMOLED কভার স্ক্রিন আছে, যার পিক ব্রাইটনেস ৩২০০ নিটস পর্যন্ত যেতে পারে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ড্রাগন ক্রিস্টাল গ্লাস ২.০। আর ভিতরে পাওয়া যাবে ৬.৮৬ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের AMOLED স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।
পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দেওয়া হয়েছে, যার সঙ্গে যুক্ত আছে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম ও ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৫১৬৫ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরার কথা বললে, Xiaomi ফের হাত মিলিয়েছে Leica-র সঙ্গে। Xiaomi Mix Flip 2 এর বাইরের দিকে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (লাইট হান্টার ৮০০, OIS সহ) আর ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ইন-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা।
এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ৫জি, ওয়াই-ফাই ৭, এনএফসি ইত্যাদি। আর সাউন্ডের জন্য ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.