Xiaomi 16 সিরিজে আসছে নতুন Ultra মডেল, ‘P1S’ মডেল ঘিরে রহস্য

Xiaomi তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে নতুন মডেল যোগ করতে চলেছে বলে মনে হচ্ছে। প্রতিবছরের মতো এবছরও Xiaomi 16 Ultra ফোনটি আসার কথা। তবে এর সাথে একটি রহস্যময় মডেল – ‘P1S’ নিয়ে চার্চা শুরু হয়েছে। সম্প্রতি GSMA ডেটাবেস থেকে এই ডিভাইসের নাম উঠে এসেছে। এখানে এই রহস্যময় মডেলের দুটি আলাদা ভার্সনের কথা উল্লেখ রয়েছে, একটি গ্লোবাল ভার্সন (25128PNA1G) এবং অন্যটি চীনা ভার্সন (25128PNA1C)।
Xiaomi P1S মডেল নম্বর সম্পর্কে কি জানা গেছে?
রিপোর্ট অনুযায়ী, Xiaomi 16 সিরিজে নতুন একটি ভার্সন যুক্ত হতে চলেছে, যার নাম রাখা হতে পারে “Pro Max” বা “Ultra Max”। আবার কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, এর নাম থাকবে Xiaomi 16S Ultra। শাওমির এর আগেও বিভিন্ন অঞ্চলের জন্য ভিন্নভাবে প্রোডাক্ট তৈরি করেছে। আসন্ন এই মডেলের গ্লোবাল এবং চীনা ভার্সন থাকার অর্থ এটি আন্তর্জাতিক বাজারেও পাওয়া যাবে।
Xiaomi 16 Ultra Max বা Xiaomi 16S Ultra সম্পর্কে কী আশা করা যায়
শাওমি ১৬ আল্ট্রা ম্যাক্স বা শাওমি ১৬এস আল্ট্রা ফোনটির ক্যামেরা হার্ডওয়্যার, ব্যাটারি ক্যাপাসিটি এবং বিল্ড ম্যাটেরিয়ালে কিছু নতুনত্ব দেখা যাবে বলে মনে হচ্ছে। কারণ শাওমি বরাবরই তাদের আল্ট্রা সিরিজে কিছুটা অন্যরকম ফিচার দিয়ে থাকে, যাতে করে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ক্রেতাদের চাহিদা মেটানো যায়।
আশা করা যায়, এই ফোনেও থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট, যা আগের মডেলগুলির তুলনায় আরও উন্নত। এর সাথে পাওয়া যেতে পারে বিশেষ কয়েকটি কালার ভ্যারিয়েন্ট, উন্নত কুলিং প্রযুক্তি ও এক্সক্লুসিভ কিছু সফটওয়্যার টুইক।
Xiaomi 16 Ultra Max বা Xiaomi 16S Ultra কবে আসবে?
GSMA ডেটাবেসে যেহেতু ফোনটি অন্তর্ভুক্ত হয়েছে, সেহেতু বলার অপেক্ষা রাখে যে এটি বাজারে আসবে। আমাদের অনুমান Xiaomi 16 সিরিজের সাথে ডিভাইসটি বছরের শেষ দিকে লঞ্চ হবে।