রেট্রো লুক ও নতুন ইঞ্জিন সহ বাজারে এল 2025 Yamaha XSR 125 বাইক

সম্প্রতি Yamaha তাদের জনপ্রিয় মডার্ন রেট্রো বাইক XSR 125 এর 2025 মডেল লঞ্চ করেছে। এই নতুন মডেলটি আপাতত যুক্তরাজ্যে পাওয়া যাবে। নতুন 2025 Yamaha XSR 125 মডেল আগের তুলনায় আরও শক্তিশালী, স্টাইলিশ এবং পরিবেশবান্ধব হয়ে উঠেছে। এতে একাধিক উন্নত ফিচার পাওয়া যাবে, যা বাইকপ্রেমীদের মন জয় করবে।
2025 Yamaha XSR 125 এর ইঞ্জিন এবং পারফরম্যান্স
নতুন Yamaha XSR 125 বাইকে ১২৫ সিসি সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। ইঞ্জিনটি Euro5+ এমিশন নর্মস অনুযায়ী আপডেট করা হয়েছে। ফলে এটি আরও পরিবেশবান্ধব হয়ে উঠেছে। এর ইঞ্জিন ১৪.৮ এইচপি পাওয়ার উৎপন্ন হয়। এতে সংস্থার VVA (Variable Valve Actuation) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
স্টাইল এবং ডিজাইন
2025 Yamaha XSR 125 মডেলের সাথে একটি বিশেষ লেগেসি এডিশন লঞ্চ করা হয়েছে। এই এডিশনটি ৭০ এর দশকের রেট্রো বাইকের অনুকরণে ডিজাইন করা হয়েছে। এর ফুয়েল ট্যাঙ্ক এবং গ্রাফিক্সের ডিজাইন নজর কাড়বে। লেগেসি এডিশন এর প্রিমিয়াম লোগো এবং বিশেষ পেন্ট স্কিম একে অন্যান্য মডেলের থেকে আলাদা করে তুলেছে।
দাম
2025 Yamaha XSR 125 বাইকটির শীঘ্রই যুক্তরাজ্যে বিক্রি শুরু হবে। নতুন ইঞ্জিন এবং প্রযুক্তির কারণে এর দাম কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
ভারতে আসার সম্ভাবনা
আগের Yamaha XSR 125 বাইকটি ভারতীয় বাজারে পাওয়া যায় না। সংস্থাটি জানিয়েছিল যে, ভারতের বাজারে এর দাম অনেক বেশি হওয়ায় তারা FZ-X মডেলটি নিয়ে আসতে আগ্রহী। তবে শোনা যাচ্ছে আপকামিং Yamaha XSR 155 মডেলটি ভারতে লঞ্চ হতে পারে।