Dilip-Rinku at KKR Match: ক্রিকেট উন্মাদনায় মাতলেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার, KKR vs GT ম্যাচে দেখা মিলল নবদম্পতির

ইডেন গার্ডেন্সে ক্রিকেটের উন্মাদনায় মাতলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তার নববিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদার। সদ্য বিয়ে হয়েছে তাদের, এরপর আজ কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচে গ্যালারিতে দেখা গেছে নবদম্পতিকে। ইডেন গার্ডেন্সের বক্সে বসে খেলা উপভোগ করেছেন এই দম্পতি।

দিলীপ ঘোষের জন্য ইডেন গার্ডেন্স নতুন জায়গা নয়। এর আগেও তিনি বহুবার এখানে ম্যাচ দেখতে এসেছেন। তবে এবারের অনুভূতি একেবারে আলাদা। সদ্য বিয়ে করেছেন তিনি, আর বিয়ের পরই স্ত্রী রিঙ্কুকে নিয়ে প্রথমবারের মতো ইডেনে এসেছেন।

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেও তিনি উপস্থিত ছিলেন, যেখানে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে তিনি আইসিসি চেয়ারম্যান জয় শাহর পাশেও বসেছিলেন। ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করেছিলেন তিনি, যা আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটেও দেখা গিয়েছিল।

আছ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচেও একই দৃশ্য দেখা গেল। দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার, দু’জনেই ম্যাচিং পোশাকে ইডেনের বক্সে বসে খেলা দেখেছেন। এই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। এই আইপিএল দিয়েই আমাদের নতুন জীবন শুরু হল। আমি খেলা দেখতে খুব ভালোবাসি, আর স্ত্রীকেও নিয়ে এসেছি।” অন্যদিকে, রিঙ্কু মজুমদার জানান, “প্রথমবার ইডেন আসলাম, খুব ভালো লাগছে।”