IPL 2025: শ্রেয়াস ও চাহালের দুর্দান্ত পারফরম্যান্স, অরেঞ্জ ও পার্পেল ক্যাপ কাদের মাথায় এখন

গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। চেন্নাইয়ের চিপকে এই ম্যাচ হেরে ধোনিদের প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেছে। এদিন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৪৩ বলে ৭২ রানের অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা। এই পারফরম্যান্সের সুবাদে তিনি অরেঞ্জ ক্যাপের তালিকায় চার ধাপ এগিয়ে ১০ম স্থানে পৌঁছে গেছেন।

এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ রয়েছে গুজরাট টাইটান্সের তরুণ ওপেনার সাই সুদর্শনের দখলে। তিনি ৯ ম্যাচে ৫০.৬৬ গড়ে করেছেন ৪৫৬ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন আরসিবির তারকা ব্যাটার বিরাট কোহলি, যার সংগ্রহ ১০ ম্যাচে ৪৪৩ রান, গড় ৬৩.২৮। সূর্যকুমার যাদব (৪২৭), যশস্বী জয়সওয়াল (৪২৬), ও জস বাটলার (৪০৪) শীর্ষ পাঁচে অবস্থান করছেন। এছাড়া কেএল রাহুল (৩৭১) ও শুভমান গিল (৩৮৯) অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে রয়েছেন।

বোলারদের মধ্যে পার্পল ক্যাপের দৌড়ে সবচেয়ে বেশি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন আরসিবির জশ হেজলউড। তিনি ১০ ম্যাচে নিয়েছেন ১৮টি উইকেট। দ্বিতীয় স্থানে গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণ, যার ঝুলিতে রয়েছে ১৭টি উইকেট। চেন্নাইয়ের স্পিনার নূর আহমেদ ১০ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে। গতকাল ম্যাচে ৩৯ রানে ১ উইকেট নেওয়ার মাধ্যমে তিনি মিচেল স্টার্ককে (১৪ উইকেট) টপকে যান।

চেন্নাইয়ের বিরুদ্ধে গতকাল দুর্দান্ত পারফরম্যান্স করেছেন যুজবেন্দ্র চাহালও। তিনি ১৯তম ওভারে হ্যাটট্রিক সহ ৪টি উইকেট তুলে নিয়েছেন। এই মুহূর্তে পার্পল ক্যাপের তালিকায় সপ্তম স্থানে আছে চাহাল। চেন্নাইয়ের খলিল আহমেদ ২৮ রানে ২ উইকেট নিয়ে চতুর্থ স্থানে, আর পাঞ্জাবের অর্শদীপ সিং ১৩ উইকেট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন।