IPL 2025: ঋষভ পন্থ‌ থেকে রোহিত শর্মা, কোটি কোটি টাকার এই খেলোয়াড়দের পারফরম্যান্স কোথায়?

ক্রিকেটে বিনিয়োগ মানেই সাফল্য – সবসময় এই ধারণা মেলে না। বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতায়, যেখানে কোটি কোটি টাকা দিয়ে ক্রিকেটার কেনা হয়, প্রত্যাশা থাকে আকাশচুম্বী, কিন্তু পারফরম্যান্স থাকে হতাশাজনক। চলতি আইপিএলের ১৮তম আসরেও এমন কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন, যাদের দাম আর পারফরম্যান্সের মধ্যে পার্থক্য বিস্তর‌।

এক্ষেত্রে প্রথমেই বলতেই হয় ঋষভ পন্থের কথা। ইতিহাসের সবচেয়ে দামি আইপিএল ক্রিকেটার হিসেবে ২৭ কোটি টাকায় তাকে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ৮ ইনিংসে মাত্র ১০৬ রান করেছেন তিনি, অর্থাৎ গড় মাত্র ১৫.১৪।

ঋষভ পন্থের পরে আছে কেকেআরের সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। ২৩.৭৫ কোটি টাকায় এবার দলে আসা এই ব্যাটার ৬ ইনিংসে করেছেন মাত্র ১৩৫ রান। গড় কেবল ২২.৫০।

এরপর বলতে হয় বিশ্বসেরা টি-২০ বোলার রশিদ খানের কথা। গুজরাট তাকে রিটেন করেছিল ১৮ কোটি টাকায়। এখনও পর্যন্ত ৮ ম্যাচে তার ঝুলিতে এসেছে মাত্র ৬ উইকেট।

অন্যদিকে হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সও এবার আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। ১৮ কোটি টাকায় রিটেন হওয়া এই অজি তারকা দলকে মাত্র দুটি জয় এনে দিতে পেরেছেন, এবং বল হাতে নিয়েছেন ৭ উইকেট।

এই লিস্টের সবচেয়ে শেষ খেলোয়াড় রোহিত শর্মা। ১৬.৩০ কোটিতে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে রিটেন করলেও ৭ ইনিংসে রোহিতের সংগ্রহ মাত্র ১৫৮ রান। যদিও শেষ ম্যাচে সিএসকের বিরুদ্ধে ৭৬ রানের ইনিংস খেলে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।