IPL 2025: বিরাট ও হ্যাজলউডের দুর্দান্ত পারফরম্যান্স, কাদের দখলে অরেঞ্জ ও পার্পেল ক্যাপ

আইপিএল ২০২৫ (IPL 2025) ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ১১ রানে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে (RR)। প্রথমে ব্যাট করে ২০৫/৫ রান করে আরসিবি, যার জবাবে রাজস্থান থেমে যায় ১৯৪/৯ রানে। শেষ দুই ওভারে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেয় আরসিবির বোলাররা।
গতকালের ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস উপহার দেন বিরাট কোহলি। মাত্র ৪২ বলে ৮টি চার ও ২টি ছক্কায় তিনি করেন ৭০ রান। আর এর ফলে অরেঞ্জ ক্যাপের তালিকায় এক লাফে কোহলি অষ্টম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এখন পর্যন্ত ৬৫.৩৩ গড়ে ৯ ম্যাচে তার সংগ্রহ ৩৯২ রান, যার মধ্যে রয়েছে পাঁচটি অর্ধশতক।
অরেঞ্জ ক্যাপ তালিকায় শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন, যিনি ৮ ম্যাচে ৫২.১২ গড়ে করেছেন ৪১৭ রান। কোহলি এখন সুদর্শনের থেকে মাত্র ২৬ রানে পিছিয়ে। অন্যদিকে, যশস্বী জয়সওয়ালও ১৯ বলে ৪৯ রানের ইনিংস খেলে ৩৫৬ রান সহ এখন যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন।
আইপিএল ২০২৫-এ অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে প্রথম দশে রয়েছেন নিকোলাস পুরান (৩৭৭), সূর্যকুমার যাদব (৩৭৩), জস বাটলার (৩৫৬), মিচেল মার্শ (৩৪৪), এবং শুভমান গিল (৩০৫)।
অন্যদিকে বোলিং বিভাগে পার্পল ক্যাপের দৌড়ে সমানে সমানে লড়াই চলছে। আরসিবির ফাস্ট বোলার জোশ হ্যাজলউড রাজস্থানের বিরুদ্ধে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়ে এই তালিকার শীর্ষে উঠে এসেছেন। তার সংগ্রহ ৯ ম্যাচে ১৬ উইকেট, ঠিক সমান সংখ্যক উইকেট পেয়েছেন গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণাও।
এরপর ১২টি করে উইকেট শিকার করে এই তালিকায় রয়েছেন সাই কিশোর, নূর আহমেদ, কুলদীপ যাদব, হার্দিক পাণ্ড্যা, ক্রুণাল পাণ্ড্যা, মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।