প্রযুক্তি

10 মিনিটে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স, রোগীদের প্রাণ বাঁচাতে জরুরি পরিষেবা চালু করল Blinkit

Published on:

blinkit launches 10 minute ambulance service in gurugram

আপদকালীন পরিস্থিতিতে মাত্র 10 মিনিটের মধ্যে বাড়ির দরজায় হাজির হবে অ্যাম্বুলেন্স। এদিন গুরগাঁও-তে নতুন পরিষেবা চালু করল ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটোর মালিকানাধীন কুইক কমার্স অ্যাপ ব্লিঙ্কিট (Blinkit)। মুদি সামগ্রীর পাশাপাশি এবার অ্যাম্বুলেন্সও 10 মিনিটে হাজির হবে বলে জানিয়েছেন কোম্পানির সিইও আলবিন্দর ধিন্ডসা।

সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, পরিষেবাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পাঁচটি অ্যাম্বুলেন্স দিয়ে চালু করা হয়েছে। তাঁর দাবি, “আমাদের লক্ষ্য মুনাফা নয়। গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে এই পরিষেবাটি পরিচালনা করা হবে এবং দীর্ঘমেয়াদী জটিল সমস্যাটির সমাধানে বিনিয়োগ করা হবে।”

WhatsApp Community Join Now

10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা দেবে Blinkit

আলবিন্দর ধিন্ডসা জানিয়েছেন, অ্যাম্বুলেন্সগুলিতে থাকবে অক্সিজেন সিলিন্ডার, AEDs (অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর), স্ট্রেচার, মনিটর, সাকশন মেশিন, জরুরী ওষুধ এবং ইনজেকশনের মতো চিকিৎসা সরঞ্জাম। অ্যাম্বুলেন্সে একজন প্যারামেডিক, একজন সহকারী এবং একজন প্রশিক্ষিত ড্রাইভারও থাকবেন।

প্রথম পাঁচটি অ্যাম্বুলেন্স ইতিমধ্যে গুরুগ্রামের রাস্তায় নামানো হয়েছে। ব্যবহারকারীরা ব্লিঙ্কিট অ্যাপের মাধ্যমে একটি বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) অ্যাম্বুলেন্স বুক করতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত অ্যাম্বুলেন্স সরবরাহ করার দাবি করছে ব্লিঙ্কিট।

কোম্পানিটি জানিয়েছে, আগামী দু’বছরের এই পরিষেবা আরও অনেক শহরে চালু করা হবে। সমস্ত বড় শহরগুলিতে এই সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে কোম্পানিটি। তবে এর জন্য হাসপাতালের সাথে চুক্তি করা হবে কিনা বা এই মডেলটি কীভাবে কাজ করবে, সে বিষয়ে কিছু খোলসা করা হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন