প্রযুক্তি

Motorola Edge 50 Pro ফোনে Android 15 আপডেট ইনস্টল করতেই বিপদ, হু হু করে কমে যাচ্ছে চার্জ

Published on:

Motorola Edge 50 Pro received Android 15 update in india users facing battery drain and slow performance

Motorola তাদের ভারতীয় ব্যবহারকারীদের নববর্ষের উপহার দিল। ব্র্যান্ডটির একটি জনপ্রিয় ফোন নতুন আপডেট পেতে শুরু করেছে। এই ডিভাইসের নাম Motorola Edge 50 Pro। রিপোর্ট অনুযায়ী, ফোনটির জন্য Android 15 ভিত্তিক হ্যালো UI আপডেট রোল আউট করা হয়েছে। নতুন এই আপডেট ধাপে ধাপে ডিভাইসে পৌঁছাবে। এর মাধ্যমে স্মুথ গ্রাফিক্স, আরও ভাল ব্লুটুথ কানেক্টিভিটি এবং দ্রুত অ্যাপ্লিকেশন পারফরম্যান্স প্রভৃতি সুবিধা উপভোগ করা যাবে। তবে কিছু Motorola Edge 50 Pro ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, আপডেটটি ইনস্টল করার পরে ডিভাইসে ধীর পারফরম্যান্স এবং ব্যাটারি দ্রুত শেষ হওয়ার সমস্যা দেখা দিয়েছে।

নতুন অ্যান্ড্রয়েড 15 আপডেটের ফিচার

মোটোরোলা এজ 50 প্রো এর জন্য আসা অ্যান্ড্রয়েড 15 আপডেটের বিল্ড নম্বর V1UM35H.10-38-1 এবং এর সাইজ প্রায় 1.77 জিবি। নতুন আপডেটে ব্যবহারকারীরা অনেক ফিচার পাবেন।

WhatsApp Community Join Now

উন্নত গ্রাফিক্স এবং দ্রুত অ্যাপ্লিকেশন কর্মক্ষমতা: এই আপডেট ডিভাইসের সামগ্রিক কর্মক্ষমতা এবং গ্রাফিকাল অভিজ্ঞতা উন্নত করবে।

ব্লুটুথ কানেক্টিভিটি: ব্যবহারকারীরা কুইক সেটিংসের মাধ্যমে আরও ভাল নিয়ন্ত্রণ পাবেন, যেমন নতুন ডিভাইসগুলিকে যুক্ত করা, তাদের মধ্যে স্যুইচ করতে পারবেন।

– স্ক্রিন রেকর্ডিং অ্যালার্ট: ফিচার অন হয়ে গেলে স্ক্রিন রেকর্ডিংয়ের সময় অ্যালার্ট শোনা যাবে।

সমস্যায় Moto ব্যবহারকারীরা: অপারেটিং সিস্টেম আপডেটের পরে সমস্যা

আপডেটে অনেক কাজের ফিচার থাকলেও আপগ্রেড করার পর সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। অনেকে ব্যাটারি ড্রেইন এবং ধীর পারফরম্যান্সের অভিযোগ করেছেন। অভিযোগগুলি অফিসিয়াল সাপোর্ট ফোরাম এবং রেডিটে প্রকাশিত হয়েছে, যেখানে ব্যবহারকারীরা সমাধানের দাবি করছেন। উল্লেখ্য, Android 15 আপডেটে ডিসেম্বর 2024 অ্যান্ড্রয়েড সুরক্ষা প্যাচও অন্তর্ভুক্ত রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন