ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) WhatsApp Pay ব্যবহারকারীদের জন্য নতুন বছরের উপহার দিল। এতদিন হোয়াটসঅ্যাপ পে-তে ব্যবহারকারীর সংখ্যা সীমিত রাখার নির্দেশ দিয়েছিল এনপিসিআই। তবে এদিন সেই সীমা তুলে দিল সংস্থাটি। 50 কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে ইউপিআই প্ল্যাটফর্মে যুক্ত করার অনুমতি দিল এনপিসিআই।
UPI ব্যবহারকারীর সীমা উঠলো WhatsApp Pay এর উপর থেকে
এদিন এক প্রেস বিবৃতি জারি করে এই ঘোষণা করেছে সংস্থাটি। খুচরো লেনদেন এবং সেটেলমেন্ট সিস্টেম অপারেটরদের মতে, হোয়াটসঅ্যাপে 10 কোটির যে ব্যবহারকারীর সীমা ছিল, তা তুলে দিয়েছে এনপিসিআই। যার ফলে আরও ব্যবহারকারীদের ইউপিআই প্ল্যাটফর্মে যুক্ত করতে পারবে হোয়াটসঅ্যাপ।
দেশের ডিজিটাল পরিকাঠামোর ভিত হিসাবে পরিচয় গড়ে তুলেছে ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই। বিশ্বজুড়ে এই ব্যবস্থার প্রশংসা পেয়েছে এনপিসিআই। বর্তমানে খুচরো লেনদেন থেকে লাখ টাকার আদান-প্রদান সবই সম্ভব ইউপিআইয়ের মাধ্যমে। এমনকী এখন ইন্টারনেট ছাড়া UPI123 পরিষেবার মাধ্যমে টাকা লেনদেন করা যায়।
অন্যদিকে, মেসেজিং অ্যাপ হিসাবে বরাবরই জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। ডিজিটাল আর্থিক লেনদেন পরিষেবা চালু করতে হোয়াটসঅ্যাপ পে নিয়ে আসে মেটা। কিন্তু তার ব্যবহারকারীর উপর একটি সীমা বেঁধে দেওয়া হয়েছিল। যা নতুন বছরে তুলে দেওয়া হল।
প্রসঙ্গত, এর আগে এনপিসিআই পর্যায়ক্রমে তাদের ইউপিআই ব্যবহারকারী বেস প্রসারিত করার জন্য হোয়াটসঅ্যাপ পে-কে অনুমতি দিয়েছিল। পরিসংখ্যান বলছে, গত নভেম্বরে গুগল পে এবং ফোনপেতে সম্মিলিত ভাবে 1200 কোটি লেনদেন হয়েছে। যেখানে 5.1 কোটি লেনদেন হয়েছে হোয়াটসঅ্যাপ পে থেকে।