আপনাদের জানিয়ে রাখি, রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। অন্যান্য কয়েকটি রাজ্যেও এই বছর নির্বাচন হবে৷ ভোটারদের সাহায্য করার জন্য, নির্বাচন কমিশন ওয়েব পোর্টাল-সহ একটি অ্যাপ চালু করেছে, যা ব্যবহারকারীদের ভোটার আইডি কার্ড তৈরি করতে, সংশোধন করতে এবং ভোটার তালিকা ডাউনলোড করতে সাহায্য করবে।
নির্বাচন কমিশন এই অ্যাপটি বেশ সুবিধাজনক বলে দাবি করেছে। ব্যবহারকারীরা তাদের ভোটার আইডি সম্পর্কিত সমস্ত পরিষেবা পাবেন। অ্যাপটির নাম CVIGIL অ্যাপ। এই অ্যাপ ছাড়াও নির্বাচন সংক্রান্ত একাধিক তথ্য ও পরিষেবা দেওয়ার জন্যই তিনটি অ্যাপ্লিকেশন এনেছে নির্বাচন কমিশন। এই CVIGIL অ্যাপ, নাগরিকদের নির্বাচন-সংক্রান্ত কোনও অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সরাসরি নির্বাচন কমিশনকে রিপোর্ট করার সুবিধা দেয়।
এদিন X প্ল্যাটফর্মে অ্যাপটির ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আরও একটি অ্যাপ হল VHA অ্যাপ। যেখানে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। ভোটাররা ভোটার তালিকায় তাদের নাম পরীক্ষা করতে পারবেন এবং ভোটকেন্দ্রের তথ্য ও ভোটিং স্লিপ ডাউনলোড করতে পারবেন। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয় জায়গা থেকেই ফোনে ইন্সটল করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করার পর মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে নানা কাজ করা যাবে সেখানে। এই VHA অ্যাপে আপনি নতুন ভোটার আইডির জন্য একটি অনলাইন আবেদন জমা দিতে পারেন, ভোটার তালিকায় আপনার নাম যাচাই করতে পারেন, পোলিং বুথের বিশদ তথ্য খুঁজে পেতে পারেন। পাশাপাশি সহজেই ব্লক লেভেল অফিসার (BLO) বা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এর সাথে যোগাযোগ করতে পারেন।