Airtel তাদের লক্ষ লক্ষ গ্রাহককে বড় ধাক্কা দিল। আসলে সংস্থাটি সম্প্রতি দুটি প্ল্যানের দাম বাড়িয়েছে। এয়ারটেলের ১৯৯৯ টাকার প্ল্যানের নতুন দাম হয়েছে ২২৪৯ টাকা। আবার সংস্থার ৫০৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৫৪৮ টাকা। যদিও এখন এই প্ল্যানগুলিতে কিছুটা বেশি ডেটা ব্যবহার করা যাবে, তবে অন্যান্য সমস্ত সুবিধা আগের মতোই রাখা হয়েছে। আসুন Airtel এর ২২৪৯ টাকার ও ৫৪৮ টাকার প্ল্যানের সুবিধা দেখে নেওয়া যাক।
এয়ারটেলের ৫৪৮ টাকার নতুন প্রিপেড প্ল্যান
৫০৯ টাকার এয়ারটেল প্ল্যানের দাম বাড়িয়ে রাখা হয়েছে ৫৪৮ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এয়ারটেলের এই নতুন প্ল্যানে আপনি মোট ৭ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ৯০০ এসএমএস পাবেন। এছাড়াও এয়ারটেল রিওয়ার্ডস এই প্ল্যানে পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে ৩ মাসের অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং ফ্রি হ্যালো টিউনস সাবস্ক্রিপশন।
এর আগে, এয়ারটেলের ৫০৯ টাকার প্ল্যানে আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস সহ ৬ জিবি ডেটা পাওয়া যেত। এখন ৩৯ টাকা দাম বাড়িয়ে অতিরিক্ত ১ জিবি ডেটা দেওয়া হচ্ছে।
এয়ারটেলের ২,২৪৯ টাকার নতুন প্রিপেড প্ল্যান
যারা কম ডেটা সহ সাশ্রয়ী মূল্যের বার্ষিক প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এয়ারটেল এবার নিয়ে এসেছে ২২৪৯ টাকার নতুন প্ল্যান। এখানে ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড ভয়েস কলিং, ৩০ জিবি ডেটা এবং ৩৬০০ এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এর পাশাপাশি, ৩ মাসের অ্যাপোলো ২৪/৭ সার্কেল মেম্বারশিপ এবং বিনামূল্যে হ্যালো টিউনস অন্তর্ভুক্ত আছে।
এর আগে এয়ারটেল ১৯৯৯ টাকার প্ল্যানে মোট ২৪ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ৩৬০০ এসএমএস অফার করতো। এখন ২৫০ টাকা বৃদ্ধি করে মাত্র ৬ জিবি ডেটা অতিরিক্ত দেওয়া হচ্ছে এবং অন্যান্য সুবিধা একই রয়েছে।