টেলিকম

এক রিচার্জে চলবে বাড়ির চারটি সিম, Airtel এর ফ্যামিলি প্ল্যানে অনেক ফায়দা

Published on:

Airtel infinity family postpaid plans starts 699 free sim amazon prime video

প্রিপেইড প্ল্যানের পাশাপাশি Airtel বিভিন্ন পোস্টপেইড প্ল্যান অফার করে। এরমধ্যে কিছু প্ল্যান ইনফিনিটি ফ্যামিলি প্যাক হিসেবে পরিচিত। এই প্ল্যানগুলি রিচার্জ করলে রেগুলার সিমের সাথে বিনামূল্যে পাওয়া যাবে তিনটি পর্যন্ত অতিরিক্ত সিম। সাথে ১৯০ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে। শুধু তাই নয়, Airtel এর ফ্যামিলি প্ল্যানে আপনি ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মোবাইল এবং ১ বছরের জন্য জিও হটস্টার ব্যবহার করার ছাড়পত্র পাবেন। আসুন এই প্ল্যানগুলির দাম ও সুবিধা জেনে নেওয়া যাক।

Airtel এর ৬৯৯ টাকার প্ল্যান

এয়ারটেলের ৬৯৯ টাকার ইনফিনিটি ফ্যামিল পোস্টপেইড প্ল্যানে ১টি রেগুলার সিম এবং ১টি ফ্রি অ্যাড-অন সিম পাওয়া যাবে। ইন্টারনেট ব্যবহারের জন্য, এই প্ল্যানে মোট ১০৫ জিবি ডেটা দেওয়া হয়। সাথে ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম ভিডিও এবং ১ বছরের জন্য জিও হটস্টার ব্যবহার করা যাবে।

Airtel এর ৯৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে একটি রেগুলার সিমের সাথে দুটি ফ্রি অ্যাড-অন সিম পাওয়া যাবে। এতে মোট ১৫০ জিবি ডেটা দেওয়া হয়। আবার ৬ মাসের অ্যামাজন প্রাইম মোবাইল এবং এক বছরের জিও হটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং-এর সুবিধাও রয়েছে।

Airtel এর ১১৯৯ টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে রেগুলার সিমের সঙ্গে তিনটি ফ্রি অ্যাড-অন সিম দেওয়া হচ্ছে। এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য মোট ১৯০ জিবি ডেটা পাওয়া যাবে। আবার ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মোবাইল এবং ১ বছরের জন্য জিও হটস্টার ব্যবহার করা যাবে।