Moto G05 মাত্র ৬৫৫০ টাকায় কেনার সুযোগ, ১২ জিবি র‌্যাম সহ রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

কম বাজেটে দুর্দান্ত পারফরম্যান্সের স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে আপনার জন্য আদর্শ হতে পারে মোটোরোলার নতুন ফোন Moto G05 4G। এটি মাত্র ৭,২৭৮ টাকায় অ্যামাজন ইন্ডিয়ায় বিক্রি হচ্ছে। হ্যান্ডসেটটি ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট সহ এসেছে। অর্থাৎ মাত্র ৭২৭৮ টাকার স্মার্টফোনে আপনি মোট ১২ জিবি পর্যন্ত র‌্যামের সুবিধা পাবেন। এছাড়া এই ডিভাইসে আছে এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫২০০ এমএএইচ ব্যাটারি।

Moto G05 4G এর ওপর অন্যান্য অফার

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ৬৪ জিবি স্টোরেজ সহ আসা Moto G05 4G স্মার্টফোনটি ৭২৭.৮০ টাকা ব্যাঙ্ক অফারে কেনা যাবে, যারপর এর দাম কমে আসবে ৬,৫৫০ টাকায়। এছাড়া অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে মিলবে ৩৬৩ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। চাইলে আপনি ডিভাইসটি কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করে অতিরিক্ত ডিসকাউন্ট আদায় করে নিতে পারেন।

Moto G05 4G এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটো জি০৫ ৪জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও ব্রাইটনেস ১০০০ নিটস পর্যন্ত। খর ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা চিপসেট।

ফটোগ্রাফির জন্য এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ উপস্থিত। আবার সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।