৩৭৯ টাকা থেকে পাবেন সুপার ফাস্ট ইন্টারনেট, কলিং সহ অনেক সুবিধা, Airtel এর সবচেয়ে সস্তা 5G প্ল্যান

ভারতে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে Airtel নিয়মিত তাদের 5G নেটওয়ার্ককে শক্তিশালী করে তুলছে। পাশাপাশি গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি সম্প্রতি বাজারে এনেছে তিনটি সাশ্রয়ী মূল্যের 5G প্রিপেড প্ল্যান, যার মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেটের সাথে আনলিমিটেড কলিং, এসএমএস এবং বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে। Airtel-এর এই তিনটি জনপ্রিয় ও সস্তা 5G প্ল্যানের দাম যথাক্রমে ৩৭৯ টাকা, ৪২৯ টাকা এবং ৬৪৯ টাকা।

এয়ারটেলের ৩৭৯ টাকার প্ল্যান

এই এয়ারটেল প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। যেখানে প্রতিদিন ২ জিবি ৪জি ডেটা (মোট ৫৬ জিবি) এবং আনলিমিটেড ৫জি ডেটা উপভোগ করা যাবে। সাথে পাওয়া যাবে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা। শুধু তাই নয়, Airtel Xstream Play-এর ফ্রি সাবস্ক্রিপশনও এখানে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে SonyLIV, ZEE5-সহ ২০টিরও বেশি OTT প্ল্যাটফর্ম দেখা যাবে। এছাড়া ৩৭৯ টাকার এয়ারটেল প্ল্যানে ফ্রি কলার টিউনের সুবিধাও অন্তর্ভুক্ত।

৪২৯ টাকার এয়ারটেল প্ল্যান

এয়ারটেলের ৪২৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ৪জি ডেটা, অর্থাৎ প্রায় ৭০ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়। এখানেও আনলিমিটেড ৫জি ডেটা, ২৮ দিনের বৈধতা, প্রতিদিন ১০০টি SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা অন্তর্ভুক্ত। অন্যান্য বেনিফিটের মধ্যে আছে কলার টিউনস ও ২০টির বেশি OTT প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহারের সুবিধা।

এয়ারটেলের ৬৪৯ টাকার প্ল্যান

এয়ারটেলের ৬৪৯ টাকার প্ল্যানে রয়েছে ৫৬ দিনের বৈধতা, প্রতিদিন ২ জিবি ৪জি ডেটা (মোট ১১২ জিবি), আনলিমিটেড ৫জি ইন্টারনেট ডেটা, সীমাহীন কলিং এবং প্রতিদিন ১০০টি SMS। অন্যান্য প্ল্যানগুলির মতোই এখানেও Airtel Xstream Play এবং ফ্রি কলার টিউনসের সুবিধা মিলবে।