দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel তাদের গ্রাহকদের খুশি করতে দুটি নতুন পকেট-ফ্রেন্ডলি প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানগুলিতে শুধুমাত্র ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এমন পরিস্থিতিতে যদি আপনার ডেটা প্রয়োজন না হয় বা আপনার কাছে এমন কোনও ফিচার ফোন থাকে যাতে আপনি ইন্টারনেট চালাতে পারবেন না, তাহলে এই প্ল্যানগুলি আপনার জন্য উপযুক্ত হবে। Airtel এর এই দুটি প্ল্যানের দাম রাখা হয়েছে ৪৯৯ টাকা এবং ১,৯৫৯ টাকা।
এরমধ্যে আপনি যদি ৪৯৯ টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলে এক মাসের (৩০ দিন) জন্য সিম চালু রাখতে খরচ হবে ১৭৮ টাকা। এর সাথে আনলিমিটেড কল এবং কিছু এসএমএস বেনিফিট পাওয়া যাবে। আসুন প্ল্যান দুটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এয়ারটেলের ৪৯৯ টাকার প্রিপেড প্ল্যান
এয়ারটেলের নতুন ৪৯৯ টাকার প্রিপেড প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড ভয়েস কল এবং ৯০০ এসএমএস পাওয়া যাবে। এছাড়াও এয়ারটেল রিওয়ার্ডস অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং ৩ মাসের জন্য ফ্রি হ্যালো টিউনস সাবস্ক্রিপশন মিলবে।
পূর্বে, এই সেগমেন্টে একটি প্ল্যান ছিল, যার মূল্য রাখা হয়েছিল ৫০৯ টাকা। এখানে গ্রাহকরা প্রতিদিন ৬ জিবি ডেটা, ফ্রি কল এবং ১০০ টি এসএমএস পেতেন।
এয়ারটেলের ১,৯৫৯ টাকার প্ল্যান
লম্বা ভ্যালিডিটি চান এমন গ্রাহকদের জন্য, এয়ারটেলের নতুন কলিং এবং এসএমএস প্ল্যানের দাম ১,৯৫৯ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এই প্ল্যান রিচার্জ করলে আপনি সারা বছর যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন এবং ৩৬০০ এসএমএস পাঠাতে পারবেন। এছাড়াও অ্যাপোলো ২৪/৭ সার্কেলের মেম্বারশিপ এবং এয়ারটেল রিওয়ার্ডসে ৩ মাসের জন্য ফ্রি হ্যালো টিউনস অন্তর্ভুক্ত রয়েছে।
পূর্বে, এই সেগমেন্টে আরেকটি প্ল্যান ছিল, যার দাম ১,৯৯৯ টাকা এবং এই প্ল্যানটি প্রতিদিন ২৪ জিবি ডেটা, ফ্রি কল এবং ১০০টি এসএমএস অফার করত। এখন, প্ল্যানের দাম ৪০ টাকা কমানো হয়েছে এবং এখন নতুন প্ল্যানে কেবল আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএস পাওয়া যাবে।