২০০ টাকার কমে কল সহ রোজ ২ জিবি ডেটা, BSNL এর ধারে কাছে কেউ নেই

বেসরকারি টেলিকম কোম্পানিগুলি ফের ট্যারিফ বাড়াতে পারে বলে সম্প্রতি শোনা গেছে। যদিও এখনও সেই পথে হাঁটেনি সরকারি অপারেটর BSNL। তারা এখনও অনেক কম খরচে গ্রাহকদের আনলিমিটেড কলিং আর ডেটা সুবিধা দিয়ে চলেছে। আপনি ২০০ টাকার কমে একমাস ধরে এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে Jio, Airtel, বা Vi কেউই ২০০ টাকার কমে ৩০ দিন ধরে আনলিমিটেড কল ও ডেটা সুবিধা দেয় না। আসুন BSNL এর এই প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

BSNL এর ১৯৯ টাকার প্ল্যান

আমরা এতক্ষণ ধরে যে BSNL প্ল্যান সম্পর্কে বলছি তার দাম ১৯৯ টাকা। এখানে ৩০ দিন ধরে রোজ পাওয়া যাবে ২ জিবি ডেটা, অর্থাৎ মোট ৬০ জিবি ডেটা অফার করা হচ্ছে। এর সাথে রয়েছে প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা। এছাড়া যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ যারা নিয়মিত ফোন আর ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যানটি উপযুক্ত।

বিনামূল্যে সিম আপগ্রেড করতে দিচ্ছে BSNL

সম্প্রতি BSNL ঘোষণা করেছে যে, পুরানো সিম ব্যবহারকারীরা একেবারে বিনামূল্যে তাদের সিম ৪জি-তে আপগ্রেড করতে পারবেন। লোকাল BSNL স্টোর বা টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে এই কাজটা করা যাবে। নতুন ৪জি সিম থাকলে ভবিষ্যতে যখন BSNL ৫জি সার্ভিস চালু করবে, তখন সমস্ত পরিষেবা পাওয়া যাবে।

উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে Jio, Airtel কিংবা Vi। কিন্তু দাম আর ভ্যালু ফর মানি প্ল্যানের জন্য অনেকেই এখনো BSNL-এর দিকেই ঝুঁকছেন। তবে সরকারি অপারেটরটি এখনও সমস্ত এলাকায় নেটওয়ার্ক পৌঁছে দিতে পারেনি। তাই দেশের সর্বত্র BSNL নেটওয়ার্ক পাওয়া যায় না। আর সংস্থাটি ৪জি পরিষেবা না চালু করায়, ডেটা স্পিড ভালো নয়।