আজকের অফার, ৪০০০ টাকা দাম কমলো বিশ্বের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লের Realme GT 6T 5G ফোনের

আপনি যদি ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে নতুন ফোন কিনতে চান, তাহলে অ্যামাজনে দারুন অফার রয়েছে। এই অফারে আপনি ৪ হাজার টাকার কুপন ডিসকাউন্টে Realme GT 6T 5G কিনতে পারবেন। এছাড়াও ১ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সাথে রয়েছে ক্যাশব্যাক অফার। আবার পুরানো ডিভাইস বদল করে ২২,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে।

Realme GT 6T 5G এর দাম ও অফার

রিয়েলমি জিটি ৬টি ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৮ টাকা। তবে অ্যামাজনে ৪,০০০ টাকা কুপনের পর এটি ২৬,৯৯৮ টাকায় কেনা যাবে। আবার ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ২,৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।‌ অন্যান্য ব্যাঙ্কের কার্ডেও ছাড় দেওয়া হবে।

Realme GT 6T 5G ফিচার এবং স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি ৬টি ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি 8T LTPO AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৬০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি ৬টি ৫জি ডিভাইসে এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।