BSNL Data Offer: এই ৪ রিচার্জ প্ল্যানের সাথে এক্সট্রা ডেটা দিচ্ছে বিএসএনএল

২০২৬ সালের শুরুতেই প্রিপেড গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হল BSNL। বাজারে যখন একের পর এক রিচার্জ প্ল্যানের দাম বাড়ছে, ঠিক তখনই সরকারি টেলিকম সংস্থাটি কিছু জনপ্রিয় প্রিপেড প্ল্যানের সাথে বাড়তি ডেটার সুবিধা দিচ্ছে। যদিও এর জন্য প্ল্যানের দাম বাড়ানো হয়নি। BSNL-এর এই নতুন Data Boost অফারে, চারটি নির্দিষ্ট প্রিপেড রিচার্জ প্ল্যানে দৈনিক ডেটার পরিমাণ বাড়ানো হয়েছে। এই বিশেষ সুবিধা মিলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
সরকারি টেলিকম সংস্থার এই অফার পাওয়া যাবে ২২৫ টাকা, ৩৪৭ টাকা, ৪৮৫ টাকা এবং ২৩৯৯ টাকার প্রিপেড প্ল্যানের সাথে। প্রতিটি প্ল্যানেই আগের তুলনায় প্রতিদিন অতিরিক্ত ০.৫ জিবি ডেটা মিলবে। তার সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস।
২২৫ টাকার প্ল্যানটি ছোট বাজেটের ব্যবহারকারীদের মধ্যে আগেই জনপ্রিয় ছিল। আগে যেখানে দৈনিক ২.৫ জিবি ডেটা মিলত, এখন সেখানে মিলছে ৩ জিবি ডেটা এবং এর ভ্যালিডিটি ৩০ দিন।
আবার ৩৪৭ টাকার BSNL প্ল্যানে আগে দৈনিক ২ জিবি ডেটা পাওয়া যেত। এখন সেটা বেড়ে হয়েছে ২.৫ জিবি। এর ভ্যালিডিটি প্রায় ৫০ দিন। আর ৪৮৫ টাকার প্ল্যানটির ভ্যালিডিটি ৭২ দিন। এখানেও দৈনিক ডেটা ২ জিবি থেকে বাড়িয়ে ২.৫ জিবি করা হয়েছে।
আর যারা একবারে সারা বছরের জন্য রিচার্জ করতে পছন্দ করেন, তাদের জন্য আছে ২৩৯৯ টাকার প্ল্যান। ৩৬৫ দিনের ভ্যালিডিটির সঙ্গে এই প্ল্যানে আগে দৈনিক ২ জিবি ডেটা মিলত। এখন Data Boost অফারে তা বেড়ে হয়েছে ২.৫ জিবি।

