BSNL Holi Offer: সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল হোলি উপলক্ষে তাদের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফারের ঘোষণা করল। এই অফারে সংস্থাটি তাদের একটি প্ল্যানের ভ্যালিডিটি এক মাস বাড়িয়েছে, অর্থাৎ গ্রাহকরা বিনামূল্যে ৩০ দিন প্ল্যানটি ব্যবহার করতে পারবে। এর পাশাপাশি, এই BSNL প্ল্যানে সম্পূর্ণ বিনামূল্যে ৬০ জিবি ডেটা পাওয়া যাবে।
হোলি অফারে গ্রাহকরা এখন এই BSNL প্ল্যানে ৩৯৫ দিনের পরিবর্তে ৪২৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। অর্থাৎ একবার রিচার্জ করলে প্রায় ১৪ মাস টেনশনমুক্ত থাকা যাবে। আর এতক্ষণ ধরে যে BSNL প্ল্যানের কথা বলছি, তার দাম ২৩৯৯ টাকা। আসুন এই প্ল্যানে অন্তর্ভুক্ত সুবিধাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
More colors, more fun, and now more validity!
Get unlimited calls, 2GB data per day, and 100 SMS per day for 425 days, not just 395! All for just ₹2399!
#BSNLIndia #HoliDhamaka #BSNLOffers pic.twitter.com/gZ7GfdnMOK
— BSNL India (@BSNLCorporate) March 3, 2025
BSNL এর ২৩৯৯ টাকার প্ল্যানের সুবিধা
বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য হোলি অফার নিয়ে এসেছে। এই অফারে ২৩৯৯ টাকার প্ল্যানে যেখানে প্রতিদিন ২ জিবি ডেটা এবং আনলিমিটেড কল সহ ৩৯৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, সেখানে হোলি উপলক্ষে অতিরিক্ত ৩০ দিন ভ্যালিডিটি, রোজ ২ জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা মিলবে। এর অর্থ গ্রাহকরা এখন মোট ৪২৫ দিনের ভ্যালিডিটি এবং মোট ৮৫০ জিবি ডেটা পাবেন।
বিএসএনএলের ২,৩৯৯ টাকার প্ল্যানে দীর্ঘ ভ্যালিডিটির সাথে বিনামূল্যে কলিংয়ের সুবিধা রয়েছে। এছাড়াও, প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএসের সুবিধা আছে। এই প্ল্যানের খরচ প্রতিদিন প্রায় ৫.৬ টাকা এবং এই সমস্ত সুবিধা ১৪ মাসের জন্য পাওয়া যাবে। তবে এই অফার কতদিন পাওয়া যাবে তা জানানো হয়নি।