একের পর এক নতুন রিচার্জ প্ল্যান এনে বাজার কাঁপিয়ে দিচ্ছে BSNL। এদিন দুটি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। যেখানে প্রতিদিন পাওয়া যাবে তিন জিবি করে ইন্টারনেট। রিচার্জ প্ল্যান দুটির খরচ গড়ে দিনে মাত্র 7 টাকা। এই মুহূর্তে ভারতে 10 কোটি গ্রাহক রয়েছে কোম্পানির। তাদের বেশি বেশি ডেটার সুবিধা দিতে এই প্ল্যানগুলি চালু করেছে BSNL।
বেশি ইন্টারনেটের পাশাপাশি SMS এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের মতো সুবিধাও রয়েছে প্ল্যানগুলিতে। BSNL এর নতুন দুটি রিচার্জ প্ল্যানের দাম 215 টাকা এবং 628 টাকা। বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জের থেকে বেশ সস্তা। আসুন এদের সুবিধাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
BSNL 628 টাকার রিচার্জ
এই রিচার্জ প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। প্রিপেড প্ল্যানটি রিচার্জ করলে দৈনিক 3 জিবি 4G ডেটা পাবেন। মোট 252 জিবি ডেটা রয়েছে। এর সঙ্গে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 100টি SMS পাবেন। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে, হার্ডি গেমস, চ্যালেঞ্জার এরিনা গেমস, গেমন, অ্যাস্ট্রোসেল, লিস্টন পডকাস্ট, জিং মিউজিক, ওয়াও এন্টারটেইনমেন্ট এবং বিএসএনএল টিউনস।
BSNL 215 টাকার রিচার্জ
215 টাকার বিএসএনএল প্ল্যানে, ব্যবহারকারীদের 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হবে। এটিও একটি লাভজনক রিচার্জ প্ল্যান বলে দাবি করেছে সরকারি টেলিকম সংস্থাটি। এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি এর উচ্চ-গতির ডেটা দেওয়া হবে, অর্থাৎ মাসে মোট 60 জিবি ডেটা মিলবে। এছাড়াও, প্রতিদিন 100টি বিনামূল্য SMS এবং ভারতজুড়ে যে কোনও নম্বরে আনলিমিটেড কলিং ও বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধা পাবেন।