BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে থাকেন। টেলিকম কোম্পানিগুলিও গ্রাহকদের চাহিদা বুঝে একাধিক লংটার্ম রিচার্জ প্ল্যান অফার করে থাকেন। আজকের এই প্রতিবেদনে আমরা BSNL, Vodafone Idea ও Jio-র ১৮০ দিনের ভ্যালিডিটি সহ আসা সেরা কয়েকটি প্ল্যান সম্পর্কে বলবো।
BSNL এর ৮৯৭ টাকার প্রিপেড প্ল্যান
বিএসএনএল এর এই প্ল্যানটির মেয়াদ ১৮০ দিন। গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড ডেটা এবং ১০০টি এসএমএস পাবেন, সাথে সকল নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। কোম্পানির ওয়েবসাইট অনুসারে, ৯০ জিবি ডেটা ব্যবহারের পর ইন্টারনেট স্পিড ৪০ কেবিপিএস হয়ে যাবে।
Vi এর ১০৪৯ টাকার প্ল্যান
ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটির ভ্যালিডিটি ১৮০ দিন। গ্রাহকরা সকল নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ মোট ১২ জিবি ডেটা পাবেন। এর সাথে মিলবে ১৮০০ এসএমএস।
Vi এর ১১৪৯ টাকার প্রিপেড প্ল্যান
এই প্ল্যানটির মেয়াদ ১৮০ দিন। গ্রাহকরা এখানে এককালীন ১৫ জিবি ডেটা এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। সাথে দেওয়া হয় ১,৮০০টি এসএমএস।
Jio এর ২০২৫ টাকার প্রিপেড প্ল্যান
জিওর প্ল্যানটি ২০০ দিনের ভ্যালিডিটি সহ আসে। এখানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, দৈনিক ২.৫ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যায়। এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা, জিও টিভি এবং জিও এআই ক্লাউডের পাশাপাশি জিও স্পেশাল অফারের সুবিধাও রয়েছে।

