বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন সহ আনলিমিটেড কল ও ডেটা, Jio, Airtel ও Vi এর সেরা রিচার্জ প্ল্যান

বর্তমান ডিজিটাল যুগে বিনোদনের অন্যতম মাধ্যম হল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। আর Netflix তার মধ্যে অন্যতম। তবে সাবস্ক্রিপশনের খরচ অনেক সময় আমাদের পকেটে চাপ ফেলে। এই সমস্যা সমাধানে Jio, Airtel এবং Vi-এর মতো টেলিকম কোম্পানি তাদের কিছু নির্দিষ্ট প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের সাথে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অফার করে। আসুন এই ধরনের কিছু প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

Airtel এর Netflix সাবস্ক্রিপশন রিচার্জ প্ল্যান

এয়ারটেলের 1798 টাকার প্রিপেইড প্ল্যানে 84 দিনের জন্য প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কল ও 100 এসএমএস সহ রয়েছে নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়া অ্যাপোলো 24/7 সার্ভিস ও ফ্রি হ্যালোটিউনসের সুবিধা মেলে। অন্যদিকে 1399 টাকার ও 1749 টাকার পোস্টপেইড ফ্যামিলি প্ল্যানের সাথে 6 মাসের অ্যামাজন প্রাইম এবং 1 বছরের জিওহটস্টার-এর সঙ্গে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন দেওয়া হয়।

Jio এর Netflix সাবস্ক্রিপশন রিচার্জ প্ল্যান

জিও তাদের 1799 টাকার ও 1299 টাকার প্রিপেইড প্ল্যানের সাথে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যায়। সঙ্গে মেলে 5G আনলিমিটেড ডেটা, JioTV এবং 90 দিনের জন্য জিওহটস্টার সাবস্ক্রিপশন। পোস্টপেইড প্ল্যানের কথা বললে 749 টাকার ও 1549 টাকার প্ল্যানের সাথেও নেটফ্লিক্স সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।

Vi এর Netflix সাবস্ক্রিপশন রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়া তাদের 1599 টাকার ও 1198 টাকার প্রিপেইড প্ল্যানে নেটফ্লিক্স (টিভি+মোবাইল) সাবস্ক্রিপশনের সঙ্গে হাফ-ডে আনলিমিটেড ডেটা ও উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধা দেয়। আবার 1201 টাকার REDX পোস্টপেইড প্ল্যানে মেলে আনলিমিটেড ডেটা, 3000 এসএমএস এবং Amazon Prime ও JioHotstar-এর সাবস্ক্রিপশন।