আজ রিচার্জ করলে পুরো বছর নিশ্চিন্ত, দেখে নিন Jio, Airtel ও Vi এর সুপার প্ল্যান

আপনি যদি ঘন ঘন মোবাইল রিচার্জ করতে না চান তাহলে Jio, Airtel এবং Vi-এর পোর্টফোলিও-তে কয়েকটি সেরা প্ল্যান আছে। এই প্ল্যানগুলি আজ রিচার্জ করলে আপনি আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত পরিষেবা পাবেন। এই দীর্ঘমেয়াদি প্ল্যানগুলি ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং, দৈনিক ডেটা, এসএমএস এবং ওটিটি অ্যাপ ব্যবহার করার সুবিধা দেয়। আর Jio ও Airtel এর প্ল্যানগুলিতে আপনি পাবেন ৩৫,১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধা। আসুন Jio, Airtel এবং Vi-এর সেরা বার্ষিক প্রিপেইড প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভোডাফোন-আইডিয়ার ৩৬৯৯ টাকার প্ল্যান

৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ আসা ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটি প্রতিদিন ২ জিবি ডেটা অফার করে। এখানে ৯০ দিনের জন্য ৫০ জিবি অতিরিক্ত ডেটাও উপভোগ করা যাবে। সাথে দেওয়া হয় প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এখানে ১২ ঘন্টা আনলিমিটেড ডেটার সুবিধা, ডেটা ডিলাইটস এবং সপ্তাহান্তে ডেটা রোলওভারের সুবিধা আছে। গ্রাহকরা এক বছরের জন্য Jio Hotstar মোবাইলের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।

জিওর ৩৫৯৯ টাকার প্ল্যান

Jio-র এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। কোম্পানি এখানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা অফার করে। সাথে মেলে সীমাহীন ৫জি ডেটা, রোজ ১০০টি এসএমএস এবং সারা দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এখানে জিও হটস্টার এবং জিও টিভির সাবস্ক্রিপশন পাওয়া যায়। আবার এই প্ল্যানের সাথে ১৮ মাসের জন্য গুগল জেমিনি প্রো প্ল্যানের সাবস্ক্রিপশন অফার করা হয়, যার মূল্য ৩৫,১০০ টাকা।

এয়ারটেলের ৩৫৯৯ টাকার প্ল্যান

এই Airtel প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে প্রতিদিন ২ জিবি ডেটা এবং ৫জি কানেক্টিভিটি উপলব্ধ এলাকায় আনলিমিটেড ৫জি ডেটা দেওয়া হয়। পাশাপাশি এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রত্যহ ১০০টি বিনামূল্যে এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে। এখানে ১২ মাসের পারপ্লেক্সিটি প্রো এআই সাবস্ক্রিপশনও পাওয়া যাবে, যার দাম ১৭,০০০ টাকা।