২০০ টাকার কমে নম্বর সচল রাখুন, জিওর এই প্ল্যান আপনাকে দেবে স্বস্তির হাসি

টেলিকম বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পেলেও রিচার্জ প্ল্যানগুলোর দাম কমার পরিবর্তে দিনকে দিন বাড়ছে। ফলে গ্রাহকদের পক্ষে সঠিক প্ল্যান নির্বাচন করা কঠিন হয়ে পড়েছে। তবে যদি আপনি রিলায়েন্স জিও ব্যবহারকারী হন এবং ২০০ টাকার কম খরচ করে আপনার নম্বর সক্রিয় রাখতে চান, তবে কোম্পানি একটি সাশ্রয়ী এবং কার্যকরী প্ল্যান অফার করছে। এই প্ল্যানটি (Jio Recharge Plan) বিশেষভাবে সেকেন্ডারি নম্বরের জন্য উপযুক্ত, যেখানে রোজ ইন্টারনেট ডেটা প্রয়োজন না হলেও, সীমিত ডেটা দিয়ে পুরো মাস কাজ চালিয়ে নেওয়া যায়।
জিও-র ২০০ টাকার কমের রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিওর সবচেয়ে সাশ্রয়ী কম্বো প্ল্যানের দাম ১৮৯ টাকা, যেখানে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে। তবে এখানে দৈনিক ডেটার সুবিধা নেই, বরং পুরো ২৮ দিনের জন্য মোট ২ জিবি ডেটা পাওয়া যাবে। ফলে প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য উপযোগী, যারা দিনে খুব বেশি ডেটা ব্যবহার করেন না।
এছাড়া ২৮ দিনের এই প্ল্যানে ৩০০টি এসএমএস পাওয়া যায়। এর পাশাপাশি, অতিরিক্ত সুবিধা হিসেবে JioTV এবং JioAICloud ব্যবহারের সুবিধা মিলবে। তবে মনে রাখবেন এই প্ল্যানে ৫জি আনলিমিটেড ডেটার সুবিধা নেই।
তাই যদি আপনি মূলত ফোন নম্বর সক্রিয় রাখতে চান এবং বেশি ডেটার প্রয়োজন না হয়, তাহলে ১৮৯ টাকার প্ল্যানটি একটি আদর্শ বিকল্প হতে পারে। নির্ধারিত ডেটা শেষ হলে, গ্রাহকরা অতিরিক্ত ডেটার জন্য বিভিন্ন বুস্টার প্ল্যান রিচার্জ করতে পারেন।