Jio লঞ্চ করল ৮৪ দিনের দুর্দান্ত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড ডেটা সহ বিনামূল্যে Amazon Prime Lite সাবস্ক্রিপশন

আপনি যদি Reliance Jio ব্যবহার হন এবং এমন কোনো মোবাইল প্ল্যান খোঁজ করে থাকেন যেখানে ইন্টারনেট, আনলিমিটেড কলিং আর সেরা কিছু OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ এখানে আমরা Jio-র সদ্য লঞ্চ হওয়া ১০৪৯ টাকার রিচার্জ প্যাক সম্পর্কে বলবো। ৮৪ দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্ল্যানে ডেটা‌ ও কলিংয়ের সুবিধা তো আছেই, এর সাথে পাওয়া যাবে অ্যামাজন প্রাইম লাইট থেকে শুরু করে সনি লিভ, জি৫ এর কনটেন্ট দেখার সুযোগ।

Jio -র নতুন ১০৪৯ টাকার রিচার্জ প্ল্যান

জিওর ১০৪৯ টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে রোজ পাওয়া যাবে ২ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা, অর্থাৎ মোট ১৬৮ জিবি ডেটা উপভোগ করা যাবে। আবার সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এছাড়া প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানো যাবে। তবে রোজকার ডেটা লিমিট শেষ হয়ে গেলে, ইন্টারনেট স্পিড নেমে যাবে ৬৪ কেবিপিএস-এ

OTT সুবিধা

জিওর ১০৪৯ টাকার এই প্ল্যানে বিনামূল্যে একাধিক OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এখানে ৮৪ দিনের জন্য Amazon Prime Lite এর কনটেন্ট বিনামূল্যে দেখা যাবে। এছাড়া SonyLIV, ZEE5, JioTV ও Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

অন্যান্য সুবিধা

১০৪৯ টাকার Jio রিচার্জ প্ল্যানে অতিরিক্ত কিছু সুবিধাও আছে। যেমন গ্রাহকরা ৫০ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজ পাবেন। আবার আনলিমিটেড ফ্রি ৫জি ডেটা ব্যবহার করা যাবে। এরজন্য আপনার অঞ্চলে সংস্থার ৫জি পরিষেবা এবং আপনার কাছে ৫জি স্মার্টফোন থাকা বাধ্যতামূলক।

মনে রাখবেন, OTT সাবস্ক্রিপশনগুলি রিচার্জের পর স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যেদিন প্ল্যানের মেয়াদ শেষ হবে, তার ৪৮ ঘণ্টা আগে রিচার্জ না করলে OTT পরিষেবাগুলি বন্ধ হয়ে যেতে পারে।