টেলিকম

সামনেই আসছে IPL, মাত্র ১০০ টাকায় JioHotstar সাবস্ক্রিপশন সঙ্গে ৫ জিবি নেট দিচ্ছে জিও

এবারের ২০২৫ টাটা আইপিএলের লাইভ স্ট্রিমিং হবে জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে। যাদের এই ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেই তাদের সাবস্ক্রাইব কিনতে ... Read more

Published on:

Jio launches rs 100 JioHotstar subscription 5gb data recharge prepaid plan

এবারের ২০২৫ টাটা আইপিএলের লাইভ স্ট্রিমিং হবে জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে। যাদের এই ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেই তাদের সাবস্ক্রাইব কিনতে হবে। এদিন, সস্তায় একটি রিচার্জ প্ল্যান এনেছে জিও, যেখানে আলাদা করে জিওহটস্টারের জন্য আপনাকে সাবস্ক্রিপশনের টাকা খরচ করতে হবে না। কারণ এই রিচার্জে প্ল্যানে বিনামূল্যে সাবস্ক্রিপশন এবং ৫ জিবি ডেটা পাওয়া যাবে।

বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন : জিও’র নতুন ১০০ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে

আইপিএল লাইভ স্ট্রিমিং

সদ্য শেষ হয়েছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ বছর পর তৃতীয় বারের জন্য এই ট্রফি জিতেছে ভারত। এই টুর্নামেন্ট চলাকালীন লাইভ স্ট্রিমিংয়ে রেকর্ড গড়েছে জিওহটস্টার। আবার সামনেই ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ ২০২৫। প্রিয় দলের খেলা দেখার জন্য ঝাঁপিয়ে পড়বেন ক্রিকেট ভক্তরা। আইপিএল উপভোগ করার জন্য এবার আপনাকে আলাদা করে টাকা খরচ করতে হবে না। কারণ মাত্র ১০০ টাকায় নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে রিলায়েন্স জিও।

এই রিচার্জ প্ল্যানে ৯০ দিন ভ্যালিডিটি-সহ জিওহটস্টার সাবস্ক্রিপশন এবং ৫ জিবি ডেটা পাওয়া যাবে। স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে ১০৮০ পিক্সেল রেজোলিউশনে ম্যাচ দেখা যাবে। তবে এই প্ল্যান রিচার্জ করার আগে আপনার একটি সক্রিয় প্রিপেইড প্ল্যান থাকা জরুরি। তাছাড়া এই ১০০ টাকার রিচার্জে কল বা SMS এর সুবিধা নেই। এটি ছাড়াও, ১৯৫ টাকার আরও একটি ক্রিকেট ডেটা প্যাক রয়েছে। এতে শুধু মোবাইলে দেখা যাবে। ভ্যালিডিটি ৯০ দিন, তবে ডেটা রয়েছে ১৫ জিবি।

১৪৯ টাকার আরও একটি রিচার্জ প্যাক রয়েছে, যেখানে ৯০ দিন ভ্যালিডিটি এবং জিওহটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে। তবে এতে কোনও ডেটা নেই এবং এই রিচার্জ প্ল্যানে শুধু মোবাইল ডিভাইসে ৭২০ পিক্সেল রেজোলিউশনে ম্যাচ দেখা যাবে।