কম খরচে বেশি সুবিধা! Jio দিচ্ছে এক রিচার্জে নিশ্চিন্তে ১১ মাস কলিং ও ডেটা সুবিধা

ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর (Reliance Jio) দখলে এখন প্রায় ৪৬ কোটি গ্রাহক রয়েছে এবং এই সংখ্যা দ্রুত ৫০ কোটির ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মুকেশ আম্বানিরা। নতুন নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে জিও বিভিন্ন বাজেট এবং প্রয়োজন অনুসারে প্ল্যান অফার করছে। কোম্পানির পোর্টফোলিওতে একটি সাশ্রয়ী মূল্যের দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান আছে, যা বিশেষভাবে জিও ফোন ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে।
জিও ফোনের জন্য ৮৯৫ টাকার রিচার্জ প্ল্যান
জিওর এই রিচার্জ প্ল্যানের দাম ৮৯৫ টাকা এবং এখানে ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যান সাবস্ক্রাইব করলে প্রায় ১১ মাস রিচার্জ করতে হবে না। গ্রাহকরা এখানে পুরো মেয়াদজুড়ে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন।
ডেটা বেনিফিটের কথা বললে, এই রিচার্জ প্ল্যানে পুরো ৩৩৬ দিনের জন্য মোট ২৪ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যায়। অর্থাৎ মাসে গড়ে ২ জিবি করে ডেটা ব্যবহার করা যাবে। লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে হবে ৬৪ কেবিপিএস। এছাড়া এখানে প্রতি ২৮ দিনের ব্যবধানে ৫০টি করে ফ্রি এসএমএস দেওয়া হবে।
তবে মনে রাখবেন যে, প্ল্যানটি শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীরা এটি রিচার্জ করতে পারবেন না। যারা জিও ফোন ব্যবহার করেন এবং কম খরচে দীর্ঘ সময় ধরে কল করতে চান বা ডেটা ব্যবহার করতে চান তারা এটি রিচার্জ করতে পারেন। এখানে অতিরিক্ত সুবিধা হিসেবে আছে জিও টিভি ও জিও এআই ক্লাউড-এর সাবস্ক্রিপশন।